বিউএফটি হেরিটেজ ক্লাব এর সাথে যুক্ত হয়ে এ বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাশন স্টাডিজ’ ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীরা ‘আনভেইল ক্রিয়েটিভ ভিশন’ শিরোনামে একটি সংগ্রহ প্রদর্শন করেছিলো। বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রাঙ্গণ ২২ আগস্ট এ কারনে ছিলো মুখরিত। এখানে প্রতিটি নকশাতে দেখা গিয়েছে শিক্ষার্থীদের সৃজনশীলতার ছোঁয়া।
ফ্যাশনের বিভিন্ন বিভাগ নিয়ে কাজ হয়েছে এখানে, যেমন ক্যাজুয়াল, গ্ল্যামার, এক্টিভ ওয়্যার, স্ট্রিট ফ্যাশন, সেমি ফর্মাল, এথনিক, ব্রাইডাল, ফিউশন।
ফ্যাশন শোকেস ছাড়াও, ইন্টারেক্টিভ ডিসপ্লে দর্শকদের ডিজাইন প্রক্রিয়া, ফ্যাব্রিক সিলেকশন, অলঙ্করণ, হ্যান্ড পেইন্টিং, সূচিকর্ম, স্থায়িত্ব, রঙ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে। আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন নাদিয়া তাসনিম পিয়া, সহকারী অধ্যাপক, ফ্যাশন স্টাডিজ বিভাগ, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।
এক্সিবিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ‘বিউএফটি হেরিটেজ ক্লাব’। এই ক্লাবের উদ্দেশ্য হল ইভেন্ট এবং কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা। যা তাদেরকে পরবর্তীতে স্টাইলিং কৌশল, পোশাক নির্মাণ এবং ফ্যাশন মার্কেটিং ক্ষেত্রে সহায়তা করবে।
সারাহ্/অনলাইন