ফ্রেঞ্চ প্যাটিস্যারি নিয়ে আমাদের দেশের মানুষের মাঝে বেশ আগ্রহ আছে। স্ন্যাকস হিসেবে জনপ্রিয়তা যেমন পেয়েছে, তেমনি মিষ্টি স্বাদপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে দারুণভাবে।
মাস্টার পেস্ট্রি শেফদের তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়ে থাকে এই ডেলিকেসি। বাংলাদেশের বেকারি ব্র্যান্ড লা ডেলিশিয়া ইতোমধ্যে সুনাম অর্জন করেছে ফ্রেঞ্চ প্যাটিস্যারি তৈরিতে। ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে এই বেকারি ব্র্যান্ড নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে। রাজধানীর বাসাবোতে।
ডাইন ইন ও টেকঅ্যাওয়ে, দুইয়েরই সুব্যবস্থা আছে এখানে। সকাল ৭টা থেকে রাত ১১টা, স্বাদ নেওয়া যাবে কেক, কুকি, ডোনাট ও ফ্রেশ স্যাভরির।
২৬ আগস্ট শনিবার বিকেলে এই নতুন আউটলেট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই অনুষ্ঠানে লা ডেলিশিয়ার উর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। এ সময় লা ডেলিশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ‘যাত্রার শুরু থেকেই স্বাদ ও নকশায় নিজস্বতা, সতেজতা এবং স্বাস্থ্যকর দিক সচেতনভাবে খেয়াল রাখার কারণে ইতোমধ্যে লা ডেলিশিয়া ঢাকায় ক্রেতাপ্রিয়তা অর্জন করতে পেরেছে। বাসাবোর বাসিন্দাদের কাছে ফ্রেঞ্চ বেকারির অনুপ্রেরণায় তৈরি আমাদের এই স্বাদ পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।’
লা ডেলিশিয়া, ফ্যাশন ব্র্যান্ড লা রিভের একটি সহযোগী প্রতিষ্ঠান। বাসাবোতে এই নতুন আউটলেটের পাশাপাশি ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, রূপনগর, বসুন্ধরা ও উত্তরাতে রয়েছে লা ডেলিশিয়ার আউটলেট। অনলাইন অর্ডারের জন্যে ঘুরে আসতে পারেন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পেজ থেকে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন