ফ্ল্যাগশিপ ১৩৮ লাক্সারি মাল্টি ব্র্যান্ডেড রিটেল স্টোর। যেখানে একই ছাদ এর নিচে আন্তর্জাতিক ও দেশীয় বিলাসবহুল পোশাক, ঘর সজ্জা ও আনুষাঙ্গিক পণ্য পাওয়া যায়।
এবারের ঈদ আয়োজনে মেয়েদের জন্য থাকছে এক্সক্লুসিভ থ্রি পিস, পার্টি থ্রি পিস, এথনিক, বেসিক কূর্তি, জামদানি শাড়ি, জামদানি কাফতান এবং নিজস্ব ডিজাইনের জামদানি আনস্টিচ স্যুট। অনুষঙ্গের লাইনে পাওয়া যাবে ফুটওয়্যার, ক্লাচব্যাগ। আরও রয়েছে প্রসাধনী সামগ্রী। মেল লাইনে পাঞ্জাবি, কাবলি সেট,ক্যাজুয়াল শার্ট, প্যান্ট, পায়জামা ইত্যাদি।
সিজনাল ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে এবারের ঈদে সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি পোশাকের কাটিং ও প্যাটার্নে রয়েছে ভিন্নতা। ঈদ আতিথ্যে ঘর সাজাতে পাওয়া যাচ্ছে নানান রকমের পণ্য।
ফ্ল্যাগশিপ ১৩৮ ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। ক্রেতারা এখানে তাদের প্রয়োজনীয় পণ্য পেয়ে যাবেন ১ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে।
ঢাকার বানানি কামাল আতাতুর্ক রোডে অবস্থিত ১৩৪ কনকর্ড নীহারিকা টাওয়ারের সামনে গেলেই বেশ বড় করে লেখা যেই নাম চোখে পড়বে, তা হলো ’ফ্ল্যাগশিপ ১৩৮’ । নানান রকমের আন্তর্জাতিক ও দেশীয় পণ্যের সমারোহে ফ্ল্যাগশিপ ১৩৮ বর্তমানে একটি জনপ্রিয় নাম।
ফ্ল্যাগশিপ ১৩৮-এর প্রতিষ্ঠাতা ইমতিয়াজ আলম চৌধুরী বলেন, ‘এটি একটি টোটাল ওয়ান স্টপ সলিউশন, এখানে এসে ক্রেতা তার পছন্দের সবকিছুই পেয়ে যাবেন। ঢাকা ও ঢাকার বাইরে ফ্ল্যাগশিপ ১৩৮-এর আরও কিছু ব্রাঞ্চ করার ইচ্ছা আছে। আমরা সংগ্রহের কলেবর কীভাবে বৃদ্ধি করতে পারি সেটা নিয়ে কাজ করছি।’
‘আমাদের নতুন যাত্রা শুরু হলো। আমরা আরও দেখব, মানুষ কী চাচ্ছে। সেভাবেই ক্রেতা চাহিদা মেটানোর চেষ্টা করছি, করব,’ যোগ করেন তিনি।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন