নোডস ডিজিটাল লিমিটেড এবং আইফার্মার সম্প্রতি কৃষককেন্দ্রিক ডিজিটাল সমাধান বিকাশ ও বাণিজ্যিকীকরণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, এই সমঝোতা স্মারক এর প্রাথমিক লক্ষ্য হল যৌথভাবে নতুন ব্যবসায়িক সুযোগগুলি অনুধাবন করা যেখানে উভয় কোম্পানি ক্লায়েন্টকে সেবা প্রদানের জন্য একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষরকারীরা হলেন- আইফার্মার এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ফাহাদ ইফাজ এবং নোডস ডিজিটাল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও গ্লোবাল অপারেশনের পরিচালক সাফকাত রেজা চৌধুরী। আইফার্মার এর পক্ষে উপস্থিত ছিলেন হেড অফ নিউ বিজনেস মোঃ ইখতিয়ার সোবহান এবং নোডস ডিজিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জোশিতা সানজানা রিজভান ।
গ্লোবাল অপারেশন ডিরেক্টর এবং নোডস ডিজিটাল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা সাফকাত রেজা চৌধুরী বলেন, ‘আমরা আইফার্মার এর সাথে এই ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠা করতে পেরে আনন্দিত যেখানে আমরা আই ও টি ভিত্তিক এবং অন্যান্য ডিজিটাল সমাধানগুলির দৃশ্যমানতা মূল্যায়ন করতে পারি যা আমাদের দেশের কৃষি উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করবে|
‘আমরা এই সমঝোতা স্মারক স্বাক্ষরকে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করি যা একটি পারস্পরিক উপকারী সম্পর্কের সূচনা হিসেবে কাজ করবে এবং সেই সঙ্গে বাংলাদেশের কৃষি খাতে বিপ্লব ঘটাবে’, ফাহাদ ইফাজ, সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও, আইফার্মার, বলেন।
নোডস ডিজিটাল লিমিটেড বাংলাদেশে আই ও টি, এআই ও এমএল ভিত্তিক কৃষি সমাধান এবং প্রযুক্তির পথপ্রদর্শক। কেজিএফ, বিএআরসি, বিএআরআই ইত্যাদির মতো সরকারি সংস্থার কৃষি গবেষণার প্রযুক্তি অংশীদার হিসেবে কাজ করার তাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তারা বঙ্গবন্ধু উদ্ভাবন অনুদান বিআইজি ২০২৩-এর শীর্ষ ৫২ বিজয়ীদের মধ্যে অন্যতম।