মন আর দেহ– দুয়ের সুস্থতার সন্ধিই একজন মানুষকে ভালো রাখে। সেজন্য প্রয়োজন পড়ে যত্নের। শরীর ও মনের ভালো থাকার উদ্দেশ্য নিয়ে ঢাকা ফ্লো আয়োজন করেছে দুদিনব্যপী ইভেন্টের। শিরোনাম ‘ঢাকা ফ্লো ফেস্টিভ্যাল’। ৬ ও ৭ ডিসেম্বর ২০২৪, রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে অনুষ্ঠিত হবে। উদ্দেশ্য সুস্থতা ও শিল্পের সম্মেলনে জীবনকে সুন্দর করে সাজানো।
দেশের বোদ্ধা ব্যক্তিরা তো বটেই, বিদেশ থেকেও এ উপলক্ষ্যে এসেছেন বেশ কয়েকজন এডুকেটর। বিভিন্ন বিষয়ে মাস্টারক্লাস গ্রহণ করবেন তারা। ইয়োগা, আত্মরক্ষা, মেডিটেশনের পাশাপাশি ৫ কিলোমিটার ম্যারাথনের আয়োজনও রয়েছে। আর্ট অ্যান্ড সোল কর্নারে ক্রিয়েটিভ প্রজেক্ট থাকছে। যা পরিচালিত হবে দেশের শিল্পীদের মাধ্যমে। প্ল্যানেট জু সেকশনে ধরণীকে ধন্যবাদ জানিয়ে বৃক্ষ রোপণ করা যাবে।
এ ছাড়া আছে আপসাইক্লিং ওয়ার্কশপ। ইকো-কনশাস লিভিং বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশনও থাকছে। নিজেকে বোঝা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কয়েক বছর থেকে ব্যক্তি সত্ত্বার বিভিন্ন বিষয় আছে আলোচনায়। সেই ধারাবাহিকতায় এই আয়োজনে থাকছে, ‘দ্য ইনার জার্নি’।
এর বাইরে লাইভ মিউজিক, খাবার, ওয়েলনেস মার্কেটপ্লেস। মিডিয়া পার্টনার হিসেবে আছে ক্যানভাস।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা ফ্লাে’র সৌজন্যে; কোলাজ: ক্যানভাস