শীতের আমেজ আলিঙ্গন করতে মোটামুটি সবার সম্পূর্ণ ওয়্যারড্রোবই আপডেট করার প্রয়োজন পড়ে। সেই সঙ্গে শীত এলে আমাদের ফ্যাশন সচেতনতা বৃদ্ধি পায় অনেক। মেলে হরেক রকম পোশাক পরার স্বাধীনতা।
ফ্যাশেনেবল পোশাকের সঙ্গে চাই আরামের যথাযথ কম্বিনেশন। এসব ভাবনা মাথায় রেখে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশের শীতের আয়োজন ‘শীত উৎসব’, এই সময়ে পশ্চিমা পোশাকের আধিক্যে শীতের পোশাকের দেশীয় আমেজ নিয়ে। এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা যায়।
ফ্যাশন ও স্বস্তি একই সঙ্গে ধারণা করলে শীতের সময় অনেকের চিন্তাতেই আগে আসে শালের কথা, যা পরিধানে সাবলীল ও আকর্ষণীয়। শালের প্রচলনের ইতিহাস মূলত মধ্যপ্রাচ্য ও ভারতের প্রাচীন সভ্যতা থেকে পাওয়া। এটি মূলত উষ্ণতার জন্য ব্যবহৃত হতো। তবে দ্রুতই অভিজাতদের মধ্যে শাল একটি ফ্যাশন স্টেটমেন্ট হয়ে ওঠে। যেহেতু আমাদের দেশে শীত আসে মৃদুভাবে, তাই খুব বেশি ভারী কাপড়ের প্রয়োজন পড়ে না। আর সেজন্য এই সময়ে সবচেয়ে উপযোগী হচ্ছে শাল।
নানা ধরনের শালকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে রঙ বাংলাদেশ এবার তাদের শীত উৎসব কালেকশনে। থাকছে নারী ও পুরুষ উভয়ের জন্য যুগ উপযোগী কিছু আসাধারণ নান্দনিক শালের সম্ভার।
শীত পোশাকে আরও থাকছে দেশীয় আদলে পঞ্চো, কটি, জ্যাকেট, শ্রাগ– যা বয়স ও লিঙ্গভেদে বেছে নিতে পারেন খুব সহজেই। টিনএজারদের জন্য এসেছে টপবটমের দারুণ এক সংগ্রহ। ফুলশ্লিভ টিশার্টের শীতের বিশেষ আয়োজনও অনন্য।
ফ্যাব্রিক হিসেবে ব্যবহৃত হয়েছে নানা ধরনের সুতি; জিনস হলেও শালগুলো মূলত ভিসকস কটন। কাজের মাধ্যম স্ক্রিন, ব্লক ও ডিজিটাল প্রিন্ট, হ্যান্ড ও মেশিন এ্যামব্রয়ডারি, হাতের কাজ ইত্যাদি। যাতে সকল পোশাক হয়েছে আরামে ও স্টাইলে স্বয়ংসম্পূর্ণ।
রঙ বাংলাদেশের শীতের এ আধুনিক ও নান্দনিক সংগ্রহ পাবেন ব্র্যান্ডটির ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটে। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে চাইলে ভিজিট করুন ওয়েবসাইট www.rang-bd.com অথবা ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh-এ। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।
- ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে