কত কিছু করেই তো বিশ্ব রেকর্ড গড়া যায়। তাহলে রান্নার ক্ষেত্রে কেন নয়?
রান্নাবাড়া হয় প্রায় সবার বাসাতেই। তবে বেশি পরিমাণ রান্না বোধ হয় বিয়েশাদি বা তেমন কোনো অনুষ্ঠানেই হয়। তবে বিয়ে নয়, ইন্টারন্যাশনাল লিভার ফুডস অ্যান্ড ব্যান্ডস ফেস্টিভ্যালকে উদ্দেশ করে এবার বহু পরিমাণ কলিজা রান্না করে বিশ্ব রেকর্ড করেছে তুরস্ক। বিশাল এক পাতিলে ১৫ মণ ভেড়ার কলিজা রান্না করেছে তারা। যে পাত্রে কলিজা রান্না করা হয়েছে, সেটি বিশ্বের বৃহৎ রান্নার পাত্র। শুধু পাত্রটির ওজনই দুই টন!
পাত্রটি লম্বায় ২৭৫ ইঞ্চি এবং এর গভীরতা ৩১ ইঞ্চি।
এ আয়োজনে উপস্থিত ছিলেন মেয়র রিসেন গুরকান। গিনেজ কর্তৃপক্ষও রান্নার আয়োজন ও রান্নার পাত্র প্রত্যক্ষ করেছে। বিশ্ব রেকর্ড হওয়ার পর পাত্রটি পর্যটকদের দেখার জন্য রেখে দেওয়া হবে।