তারকাবেষ্টিত এক জমকালো আয়োজনে রাজধানীর গুলশানের পিংক সিটিতে চালু হলো অথেনটিক কসমেটিকস স্টোর ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলেট। রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, জনপ্রিয় চিত্রনায়ক ইমন এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুক্রবার (২১ মার্চ ২০২৫) এই আউটলেট উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গিয়াস উদ্দিন বিশ্বাস এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন অনুষ্ঠানটি উপলক্ষে তার বক্তব্যে বলেন, ‘নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে যুগান্তকারী সমাধান নিয়ে এসেছে বাংলাদেশের সর্ববৃহৎ কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোর। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও মানুষের মধ্যে বেড়েছে সৌন্দর্যচর্চার প্রতি সচেতনতা। আর দেশের মানুষের জন্য শতভাগ অথেনটিক ও গ্লোবাল স্ট্যান্ডার্ড পণ্য নিশ্চিত করতে হারল্যান স্টোর সব রেঞ্জের, সব বয়সের মানুষের জন্য বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী পণ্য ও হোম কেয়ার পণ্যের সমাহারে সাজানো হয়েছে। তারই ধারাবাহিকতায় গুলশান পিংক সিটিতে উদ্বোধন হলো হারল্যান স্টোরের চোখ ধাঁধানো এই নতুন আউটলেট।’
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, ‘দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোর ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে । আর অথেনটিক কসমেটিকস ভোক্তাদের হাতে হাতে পৌঁছে দিতে আজ হারল্যান স্টোর চলে এসেছে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলশানের পিংক সিটিতে। কসমেটিকস জগতের এমন একটি স্মরণীয় অনুষ্ঠানের অংশ হতে পারা সত্যিই সম্মানের, এবং আপনাদের সকলের সঙ্গে এটি উদযাপন করতে পেরে আমি গর্বিত।’
অনুষ্ঠানে হারল্যান স্টোরের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘অথেনটিক, লাক্সারি কসমেটিকস আরও সহজলভ্য করার পাশাপাশি ভোক্তাদের একটি আনন্দদায়ক শপিং অভিজ্ঞতা দিতে হারল্যান স্টোর বদ্ধপরিকর। কঠোর মান নিয়ন্ত্রণ করে শুধু শতভাগ অথেনটিক ও প্রিমিয়াম ব্র্যান্ডগুলোই আমরা আমাদের ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি এবং নিশ্চিত করছি দেশে থেকেই তারা পাচ্ছেন বিশ্বমানের পণ্য।’
রাজধানীর প্রাণকেন্দ্র গুলশানে অবস্থিত হারল্যান স্টোরের বৃহৎ এই আউটলেটে নিওর, লিলি, হারল্যান, সিওডিল, ক্যাভোটিন, ব্লেইজ ও’স্কিন, স্কিন মিন্ট, ডার্মো ইউ, ম্যাক্স বিউ ও লিটল ওয়ানের মতো প্রিমিয়াম কোয়ালিটির বিশ্বখ্যাত অথেনটিক, লাক্সারি কালার কসমেটিকস, স্কিন কেয়ার এবং বেবি কেয়ার ব্র্যান্ড যেমন রয়েছে; আরও আছে টাইলক্স, অরিক্স, একনল, সানবিটের মতো দৈনন্দিন ব্যবহারিক হোম কেয়ার ব্র্যান্ডও। আউটলেটির বিশ্ব মানের সুযোগ সুবিধা গ্রাহকদের শপিংয়ের অভিজ্ঞতায় এনে দিবে এক নতুন মাত্রা।
এ ছাড়া চলছে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ ক্যাম্পেইন। দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে উপলব্ধ অথেনটিক পণ্যের সুবিশাল রেঞ্জ থেকে ১০০০ টাকার পণ্য কিনলেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন। সম্মানিত গ্রাহকের ফোন নাম্বার ও ইনভয়েস নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে আর গ্রাহক পাবেন আকর্ষণীয় নতুন স্কুটি ও লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার জেতার সুযোগ।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে