skip to Main Content

সম্পাদকীয়

শরৎ ও হেমন্ত- প্রকৃতিতে দুই ঋতুর বৈচিত্র্য ভাগাভাগি করে নিতে গ্রেগরি ক্যালেন্ডারে আবারও হাজির অক্টোবর। এমন বৈচিত্র্যে তাল মিলিয়ে সাজল এবারের ক্যানভাস।
মানুষের প্রাত্যহিক জীবনে কিছু কিছু উপাদানের বারবার ফিরে আসার ঘটনা ঘটে। পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে তেমনই একটি গুরুত্বপূর্ণ উপাদানের নাম সাবান। এর মধ্যে বার সোপের ইতিহাস বেশ পুরোনো। তবে একেবারে উধাও হয়ে না গেলেও মাঝখানে নানা বিকল্পের কারণে একটু পিছিয়ে পড়েছিল ক্রেতা চাহিদায়। আবারও দাপটের সঙ্গে চাহিদার শীর্ষে প্রত্যাবর্তনরত এটি। সেই গল্প ঘিরে এবারের কভারস্টোরি। বিউটি সেগমেন্টে আরও রইল ট্যানলাইন ঘিরে উত্তেজনার হেতু নির্ণয়, চুলের যত্নে ব্যবহারের ক্ষেত্রে হেয়ার মাস্ক ও ডিপ কন্ডিশনারের মধ্যকার মিল-অমিল ও উপকারিতা-অপকারিতার ওপর আলোকপাতসহ নিয়মিত সব বিভাগ।
শাড়ি ঘিরে নিত্যদিনের নিরীক্ষার উদাহরণ হাজির করা হলো ফ্যাশন সেগমেন্টের শুরুতেই, বিশেষ পোর্টফোলিওতে। এই সেগমেন্টে আরও রয়েছে একাধিক দেশি ফ্যাশন ইভেন্টের খবর, আন্তর্জাতিক পরিমণ্ডলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ফ্যাশন উইকের সর্বশেষ আয়োজনের বিশ্লেষণ, একটি পোশাক কত দিন পর্যন্ত পরা শ্রেয়- এমন জরুরি প্রশ্নের উত্তর অনুসন্ধানসহ অন্যান্য বিভাগ। চলতি মাসের শেষ দিন যেহেতু হ্যালোইন উৎসব, তা ঘিরেও রইল বিশেষ আয়োজন।
হ্যালোইনে একটু ভুতুড়ে খাবার না হলে যেন জমে না! তাই ফুড সেগমেন্টের শুরুতে রইল পাঁচটি স্পুকি ফুড আইটেমের রেসিপি। আরও রয়েছে কফি দিবস ঘিরে বিশেষ ফিচার, হালে জনপ্রিয়তায় ফেরা প্যালিও ডায়েট ঘিরে পুষ্টিবিদের দিকনির্দেশনামূলক পরামর্শ, মধু সংগ্রহের সুলুকসন্ধান ইত্যাদি।
অনেক সময় চিৎকারকে সামাজিক ও পারিবারিকভাবে ভালো চোখে দেখা না হলেও মনে জমে থাকা ক্রোধ, হতাশা কিংবা ভয় উগরে দিতে এই সুতীব্র প্রতিক্রিয়ার প্রকাশ ঘটানো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। এ বিষয়েই আলোকপাত এবারের এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রইল দেশের মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা লাক্স সুপারস্টারের এবারের আয়োজনের শীর্ষ ৮ প্রতিযোগীর পরিচিতিমূলক নিজস্ব বয়ান, জেন-জি প্রজন্মের হ্যালোইন উদ্যাপনের দর্শন ও রীতিনীতি, নিউইয়র্কের তিনটি দ্বীপে ভ্রমণের গল্প ইত্যাদি।
গেল ১৩ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন প্রসিদ্ধ লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। পরিবারের প্রতি সমবেদনা।

সবার মঙ্গল হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top