skip to Main Content

সম্পাদকীয়

বছর ঘুরে, বিয়ের মৌসুমে, নানা রূপ, রং ও রসের সমাহারে সেজেছে ক্যানভাস ওয়েডিং স্পেশাল সংখ্যা। বহু বছর ধরে; বিশেষত এই অঞ্চলের কনের পোশাক-পরিচ্ছদে লাল রঙের আধিপত্য। এই রং শ্রদ্ধা, শক্তি আর সাহসের প্রতীক। সময়ের নানা বাঁকবদলের ভেতর দিয়েও লাল রঙের আবেদন এতটুকু কমেনি। আর তা ঘিরেই এবারের কভারস্টোরি। পোর্টফোলিওতে রাখা হলো লালের প্রাণোচ্ছল ছাপ। বিয়ে ঘিরে শুধু বর-কনেই নতুন সাজে সাজেন না; পরিবার-পরিজনের পোশাক আর সাজও ছড়ায় নতুন জীবনের সতেজ বার্তা। ফ্যাশন সেগমেন্টে তাই বর ও কনের বাবা-মায়ের পোশাকের ওপর করা হলো বিশেষ আলোকপাত। এই বিভাগে আরও রইল পরিবেশবান্ধব হিসেবে ইকো কতুরের তাৎপর্য, কনের জন্য রূপান্তরযোগ্য গয়নার উপযোগিতা, ঘোমটার সঙ্গে নববধূর মনস্তত্ত্বের বোঝাপড়া, বাংলা সাহিত্যের কালজয়ী তিন নারী চরিত্রের বিয়ের আধুনিক সাজ ইত্যাদি।
কনের রূপচর্চায় প্রাচীনকালের কিছু পণ্য ও রেওয়াজ নতুন যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে এখনো দ্যুতি ছড়ায়। বিউটি সেগমেন্টে এ বিষয় উপস্থাপনার পাশাপাশি আরও রইল বিয়ের গোসল প্রথা, গ্রুম কিট, নবদম্পতির একান্ত সময়ের রূপবিন্যাস, মেহেদিতে রাইনস্টোন যোগের ট্রেন্ড, ব্রাইডাল সিজন নেইল গাইড প্রভৃতি।
বিয়ের ভোজ মানেই ভোজনরসিকদের জিবে জল আসা! বাঙালি বিয়েতে কিছু খাবার ঘুরেফিরে আসে। তেমনি পৃথিবীর নানা দেশে রয়েছে কিছু সিগনেচার ওয়েডিং ফুড। দেশি পাতে তা যুক্ত করতে পারলে মন্দ হয় না! তাই ফুড সেগমেন্টের শুরুতে রইল পাঁচ দেশের পাঁচটি বিবাহ ভোজের রেসিপি। সঙ্গে দুনিয়াজুড়ে বিয়ের ভোজসংস্কৃতি, মোগল আমলের বাদশাহি বিয়ের পদের ইতিহাস সন্ধান, কুমড়াগুঁড়া পাতে আসার ঘটনাচক্র, নতুন সম্পর্ক কফি ডেট থেকে ক্যান্ডেল লাইট ডিনারে গড়ানোর পরিক্রমা ইত্যাদি।
বিয়ে ঘিরে কম-বেশি সব বর-কনের মনে আবেগ কাজ করে; আর তা কখনো কখনো যোগ করে বাড়তি মানসিক চাপ। তবু কোনো দ্বিধা মনে পুষে রেখে নতুন জীবন শুরু করা বুদ্ধিমত্তার পরিচায়ক নয়। এ বিষয়ে আলোকপাত করা হলো এবারের এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রইল পোশাক অনুযায়ী শরীর গঠনের উপায় সন্ধান, বিশেষ রম্য, সংখ্যাতত্ত্ব অনুসারে বিয়ের তারিখ নির্ধারণের যৌক্তিক কৌশল, বিশ্ব দর্শন দিবস ঘিরে বিশদ রচনা, নিজ চেহারা বা শরীর নিয়ে দ্বিধাগ্রস্তদের মানসিক সমস্যা উত্তরণের বিশেষজ্ঞ পরামর্শ প্রভৃতি।

দিন আনন্দে ও নিরাপদে কাটুক সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top