skip to Main Content

সম্পাদকীয়

দেখতে দেখতে প্রায় ফুরিয়ে এলো আরও একটি বছর। গ্রেগরি ক্যালেন্ডারের পাতা বলছে, জীবনের নানা হিসাব-নিকাশ একটু কষে দেখার প্রহর হাজির। এমন দিনে বাংলার প্রকৃতিতে শীতের সরব উপস্থিতি। বছরের এই শেষ মাস বাংলাদেশিদের জীবনে বাড়তি তাৎপর্য এনে দেয়। ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের সকল যোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনার প্রতি বিনম্র শ্রদ্ধা। আবার এ মাসেরই ২৫ তারিখ, খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, ক্রিসমাস ডে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। এত সব ঘটনাবহুল বিষয়কে স্পর্শ করে, মূলত শীত ঘিরে সাজল এবারের ক্যানভাস। বছরের শেষ সংখ্যা, তাই সালতামামি তথা ২০২৫ সালের দিকে একঝলক ফিরে তাকানোর আয়োজন রইল সব সেগমেন্টে।
থার্টি ফার্স্ট নাইট কিংবা নিউ ইয়ার’স ইভ—যে নামেই ডাকা হোক, পুরোনো বছরকে বিদায় জানানোর এবং নতুন বছরকে বরণের রাতভর উৎসব একই দিনে দুনিয়ার নানা প্রান্তে উদ্‌যাপিত হয়। আর তা মূলত মানুষের মনে ইতিবাচক উচ্ছ্বাসের রেশ ছড়িয়ে দিতেই। কিন্তু কিছু বিষয়ে সচেতন না হলে একজনের উদ্‌যাপন অপরের জন্য হতে পারে বিপজ্জনক। তাই এ-বিষয়ক সচেতনতায় আলোকপাত করা হলো এবারের এডিটর’স কলামে। শেষ হতে যাওয়া বছরে জীবনযাপনে নতুন যেসব ট্রেন্ড সমাগত, সেগুলোর পরিস্ফুটন বেশ ভালোভাবে ঘটবে আগামী বছর—এমনটা আন্দাজ করা যায়, সেগুলোর অন্যতম হলো মাইক্রো লাইফস্টাইল। একে কেন্দ্র করে এবারের কভারস্টোরি। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে মহান মুক্তিযুদ্ধ ঘিরে নির্মিত বাংলাদেশি প্রামাণ্যচিত্রের ওপর আলোকপাত, লাখো বছরের পুরোনো এক প্রাকৃতিক বিস্ময়—চীনের পাথুরে অরণ্যে ভ্রমণের গল্প, সময়োপযোগী মানসিক ও শারীরিক সুস্থতার বিশেষজ্ঞ পরামর্শ ও দিকনির্দেশনা ইত্যাদি।
ফ্যাশন সেগমেন্টের শুরুতে রইল উইন্টার পোর্টফোলিও। সঙ্গে যুক্ত হলো ঐতিহ্যের প্রতীক কিংবা ভালোবাসার স্মারক থেকে আজকের দিনে দাপুটে স্টাইল স্টেটমেন্টে পরিণত হওয়া গয়নার বাড়াবাড়ি রকমের ব্যবহারের কলাকৌশল, পোশাক ও স্বস্তি নিয়ে দোটানায় ভোগা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় সন্ধান, ভ্রমণ উপযোগী এই মৌসুমে একই সঙ্গে কর্মজনিত গুরুভার সামলানো আর নিরুদ্বেগ ঘোরাঘুরিতে জুতসই পোশাক বাছাইয়ের গুরুত্ব প্রকাশসহ নিয়মিত বিভাগগুলো।
রেড লাইট থেরাপির প্রয়োগ চিকিৎসাপদ্ধতির গণ্ডি পেরিয়ে এখন ত্বকযত্নেও বেশ চর্চিত। এ নিয়ে ভ্রান্ত ধারণারও অন্ত নেই। আবার অপকারিতা বা সমস্যা যে একেবারে নেই, তা-ও নয়। বিষয়টি ঠিকভাবে বুঝে নেওয়ার প্রয়াস রইল বিউটি সেগমেন্টের বিশেষ নিবন্ধে। এই সেগমেন্টে আরও রয়েছে শীতে চেপে বসা আলসেমির কারণে ত্বকযত্নে মনোযোগ না দেওয়ার ফলে তৈরি হওয়া মানসিক চাপ তথা অপরাধবোধের সঙ্গে বোঝাপড়া, নখের সাজে ওল্ড মানি নেইলস চমক, পুরুষদের সৌন্দর্যচর্চায় কে-পপ প্রভাবে দৃষ্টিপাত ইত্যাদি।
শীতকাল মানেই পিঠা খাওয়ার ধুম! চেনা উপাদানে, চেনা পিঠার একটু অভিনব রেসিপি হাজির করা হলো ফুড সেগমেন্টের শুরুতে। আরও রইল বড়দিনের ভুলে যাওয়া খাদ্যপদ অন্বেষণ, প্রাচীন আজটেক সভ্যতার খাদ্য ইতিহাস, ক্যালরি-সংক্রান্ত দুশ্চিন্তা কমাতে পুষ্টিবিদের পরামর্শ ইত্যাদি।
ভালো থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top