skip to Main Content

সম্পাদকীয়

এলো ২০২৬। ক্যানভাসের পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীর নতুন বছরের শুভেচ্ছা।
অনেকের কাছে নতুন বছর মানে নিজের জীবন নতুনভাবে গুছিয়ে নেওয়ার উপলক্ষ। নতুন জল্পনাকল্পনা। কর্মক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। চলতি বছরটি দেশি ফ্যাশন ইন্ডাস্ট্রির কেমন কাটবে, এমন পূর্বাভাস হাজিরের প্রয়াস রইল এবারের কভারস্টোরিতে। ফ্যাশন সেগমেন্টে আরও রইল সময়োপযোগী পোর্টফোলিও, ব্র্যান্ডের লোগো কৌশলের পরিবর্তন, পলিয়েস্টার ফ্যাব্রিকের দুশমনি, দেশি রানওয়ে আপডেট, ভুল তথ্যের বিভ্রান্তি ইত্যাদিতে আলোকপাত।
নতুন বছর উদ্‌যাপন, সঙ্গে শীতকালজুড়ে নানা অনুষ্ঠানে হাজির থাকা—সব মিলিয়ে এ সময়ে ত্বকযত্নে একটু বাড়াবাড়ি রকমের চাপ পড়ে যায় অনেকের। তাই সঠিক যত্নের ওপর জোর দেওয়া হলো বিউটি সেগমেন্টের বিশেষ আয়োজনে। আরও রয়েছে হেয়ার ফিলারের কর্মযজ্ঞ, সাধ ও সাধ্যের ভারসাম্যে হিমশিম কাটানোর উপায় সন্ধান, নখসজ্জায় পোলকা ডটের প্রত্যাবর্তন ইত্যাদি।
ভোজ্যতেলের অধিক ব্যবহার স্বাস্থ্যের জন্য হানিকর—এই সতর্কবার্তা বহুদিন ধরে বিশেষজ্ঞদের। কম তেলেও সুস্বাদু খাবার তৈরি সম্ভব, এমন পাঁচটি খাদ্যপদের রেসিপি রইল ফুড সেগমেন্টের শুরুতে। আরও রইল ইতিহাসের পাতায় ঠাঁই নেওয়া যোদ্ধা জাতি ভাইকিংয়ের খাদ্যাভ্যাস, ঘুমে সহায়ক খাদ্যতালিকা প্রণয়নে পুষ্টিবিদের পরামর্শ, একঝলকে কোকোয়া বিনের গুণকীর্তন প্রভৃতি।
২৮ জানুয়ারি আন্তর্জাতিক শান্তিপূর্ণ সহাবস্থান দিবস। মানবজাতির জন্য এই ধারণার গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে আলো ফেলা হলো এবারের এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও জায়গা পেল দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ঝরনা কলম প্রদর্শনীর গল্প, কাঁধের ব্যায়ামের বিশেষজ্ঞ দিকনির্দেশনা, ভ্রমণ ও পর্যটনে টেকসই তত্ত্বের তাৎপর্যসহ নিয়মিত বিভাগগুলো।

নতুন বছর ভালো কাটুক সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top