আজকের রাশি I ১৪ অক্টোবর
মেষ
দারুণ কোনো ফর্মে থাকবেন আজ।
বৃষ
নিজের যৌক্তিক অবস্থানটাকে পরিষ্কার করতে হবে।
মিথুন
কাউকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারেন আজ। অসাধারণ একটি দিন।
কর্কট
গুজবে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেবেন না।
সিংহ
ঝামেলা আজ শেষ হবে দারুণ সমাধানে।
কন্যা
আশা হারাবেন না। আজ ঘুরে দাঁড়ান।
তুলা
থমকে গেলেন কেন? দ্রুত আগ বাড়ুন।
বৃশ্চিক
হ্যাপা সামলাতে হবে। মাথা ঠান্ডা রাখা চাই।
ধনু
হ্যাঁ না, হ্যাঁ না করবেন না। যৌক্তিক সিদ্ধান্তে আসুন।
মকর
আজ আর সময় নষ্ট করবেন না। যা পরিকল্পনা করেছেন করে ফেলুন।
কুম্ভ
কারও এগিয়ে যাওয়ার বিষয়ে প্রভাবকের ভূমিকা রাখতে যাচ্ছেন।
মীন
মোটেও হারেননি। আজ আবার শুরু করুন।