আজকের রাশি I ১৫ অক্টোবর
মেষ
শুরু করে দিন আজ। কাজ শুরুটাই কঠিন।
বৃষ
তিড়িংবিড়িং করে নাচার দিন আজ।
মিথুন
আড্ডা আর কাজ- দুই-ই করা চাই আজ।
কর্কট
যৌক্তিক মানসিকতা আজ তাজা থাকুন।
সিংহ
কারও কোঁচকানো ভ্রু দেখে ঘাবড়াবেন না।
কন্যা
আটপৌরে কোনো ব্যাপার অন্য রকম হয়ে উঠতে পারে।
তুলা
টেলিপ্যাথিক কোনো ব্যাপারে বেশ চমকে উঠবেন।
বৃশ্চিক
খিলখিল আনন্দের দিন। দারুণ রোমাঞ্চিত।
ধনু
হুড়োহুড়ি করবেন না। বরফের চেয়েও ঠান্ডা মাথা চাই।
মকর
মেঘ কেটে গেছে। আলোটা উপভোগ করুন।
কুম্ভ
খোলা আকাশে মুক্ত মনে দারুণ সুখে নাচুন আজ।
মীন
আড্ডা আর কাজ- দুটোতেই এগিয়ে থাকবেন।