আজকের রাশি I ১৬ অক্টোবর
মেষ
উড়ে উড়েই কেটে যাবে দিনটা। মানে ঘুরে ঘুরে আরকি!
বৃষ
রুচি বৈচিত্র্যে মুগ্ধ হবেন আজ। কতো রঙই না ছড়িয়ে আছে পরতে পরতে।
মিথুন
সঙ্গত কারণেই খানিকটা মৌন থাকবেন আজ। কিছু কি খুঁজে পেলেন?
কর্কট
নাজেহাল করার জন্য মুখিয়ে আছে কেউ, সাবধান
সিংহ
সমতল একখান দিন। কোনো উত্থান-পতন নেই।
কন্যা
ভুল-শুদ্ধ জানার আগ পর্যন্ত আজ একেবারে ‘স্পিকটি নট’। সময় আসলে মুখ খুলুন।
তুলা
পরমোৎসাহে কেউ কিছু বলতে চাইবে। একটু শুনুনই না
বৃশ্চিক
সহজ ঘটনাকে জটিল করে তুলবার কিছু নেই। বাধাটুকু আজ আপনাকেই দিতে হবে।
ধনু
পস্তানোর কিছু নেই, আজ আবার শুরু করুন।
মকর
যুক্তিহীন কিছু ব্যাপার আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাইবে। পাত্তা দেবেন না মোটেও।
কুম্ভ
হঠাৎ দেখা হবে কারও সঙ্গে। এত কথা কোথায় ছিল এত দিন।
মীন
অনুমিত কিছু ঝামেলা আছে। দক্ষতার সঙ্গেই সামলাতে পারবেন।