ক্র্যাশ কোর্স I ‘W’-এর ওয়ান্ডার
বিশ্বজুড়ে ব্লাশনের বিকিকিনি বাড়িয়ে দিয়েছে ট্রেন্ডিং এই নতুন টেকনিক। চাই নাকি সানবার্ন্ট গ্লো ইন সেকেন্ডস
পছন্দসই ব্লাশন প্রয়োজন হবে এর জন্য। লিকুইড কিংবা পাউডারি ফর্মুলার। তবে ক্রিমি ফর্মুলার ব্লাশন এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর
‘W’ মোশনে ব্লাশ বুলিয়ে নিতে হবে চেহারার ওপর। শুরুটা করতে হবে কপালের এক পাশ অর্থাৎ টেম্পল থেকে। তারপর গালের ফোলা অংশ থেকে নাকের মাঝ বরাবর টেনে আনতে হবে ব্লাশ। একইভাবে চেহারার অন্য পাশেও করে নিয়ে তৈরি করতে হবে W
ব্লাশন ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্যবহার করা যাবে আঙুলও
বিউটি ডেস্ক
মডেল: মারিয়াম
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল