skip to Main Content

সম্পাদকীয়

জুন বৈচিত্র্যপূর্ণ মাস। বাংলা বর্ষপঞ্জিতে জ্যৈষ্ঠ ও আষাঢ়ের ভাগাভাগি। তার মানে, গ্রীষ্ম ও বর্ষা—দুই ঋতুর সংযোগ। ফলে প্রকৃতিতে কখনো প্রচণ্ড দাবদাহ, কখনোবা মুষলধারে বরিষণের খেলা। অন্যদিকে আরবি ক্যালেন্ডারসূত্রে, এক ঈদ শেষে আরেক ঈদ আসার মধ্যবর্তী সময় এটি। এমন সময়ে বিচিত্র পসরা নিয়ে সেজেছে ক্যানভাস। পাঠকমনে স্বস্তির পরশ ছড়াতে এবারের থিম রং লেমন ব্লু।
বিশেষ রূপরুটিন ঘিরে সাজানো হলো কভারস্টোরি। একাধিক পণ্য, নির্দিষ্ট চক্র মেনে ত্বকে প্রয়োগ করতে যেন সুবিধা হয়। বিউটি সেগমেন্টে আরও রয়েছে স্কিন কেয়ার টুলস, ভেজা চুলে ঘুমের নিয়ম, সামার নেইল ট্রেন্ড, স্মার্ট মিররসহ সময়োপযোগী বিভিন্ন বিষয়ে সবিস্তার। ফ্যাশন সেগমেন্টে বিশেষ চমক, পোশাকে স্মার্ট টেক্সটাইলের উপযোগিতা। আরও রয়েছে মেট গালা ২০২৩-এর রিভিউ, সাঁতারের পোশাকের হালহকিকত, রাতে সানগ্লাস পরার উপকারিতা ইত্যাদি।
ফুড সেগমেন্টে জুসের বিশেষ রেসিপি, স্বাস্থ্যবান্ধব রান্নাঘরের প্রয়োজনীয়তা, রামেনের স্বাদ-অন্বেষণসহ নিয়মিত আয়োজনগুলো থাকছেই। অন্যদিকে, লাইফস্টাইল সেগমেন্টে সিজোফ্রেনিয়ার মতো ভয়ানক মানসিক ব্যাধির সঙ্গে বোঝাপড়ার পাশাপাশি রয়েছে শরণার্থীচিত্র, ভ্রমণ, শিল্পসংস্কৃতিচিত্র প্রভৃতি।
এবারের এডিটর’স কলামে কথা বলেছি আধুনিক এ সময়ের খুবই তাৎপর্যপূর্ণ ও আতঙ্কজাগানিয়া বিষয় ঘিরে: অ্যালিয়েনেশন বা বিচ্ছিন্নতাবোধ।

সময় ভালো কাটুক সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top