সম্পাদকীয়
চলে এলো ঈদুল আজহা। ত্যাগের মহিমা নিয়ে। ঈদের শুভেচ্ছা। সবার জীবনে এই উৎসব আনন্দের বার্তা বয়ে আনুক।
ক্যানভাস এবার সেজেছে ঈদের রঙে। থিম কালার প্যাস্টেল গ্রে। আমরা জানি, একজন ব্যক্তিমানুষ নিজের কাছে যত স্বচ্ছ থাকতে পারেন, তার অন্তস্তল তত স্পষ্ট হয়ে ওঠে। জীবনে চলার পথ নিজের কাছে হয়ে ওঠে তত সুন্দর ও সাবলীল। এই অন্তর্নিহিত সৌন্দর্য ঘিরেই এবারের কভারস্টোরি। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে দেহ ও অন্তর পরিমার্জিত ও পরিশুদ্ধ রাখার চর্চা ঘিরে বিশেষ ফিচার, কিংবদন্তি আলোকচিত্রশিল্পীর চোখে তিন কিংবদন্তি চিত্রশিল্পীর জীবনালেখ্য, ঈদের রম্যরস প্রভৃতি।
কোরবানির ঈদ আর মাংস অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই ফুড সেগমেন্টে রয়েছে একগুচ্ছ মাংসের পসরা! বিশেষ রেসিপি, গাছ থেকে মাংস সংগ্রহের মতো ফিউচার ফুড নিয়ে ফিচার, যকৃৎ ভালো রাখার পরামর্শ, দেশি খাবারের আঞ্চলিক গণ্ডি পেরোনোর গল্পের পাশাপাশি রয়েছে নিয়মিত বিভাগগুলোও।
এবারের ফ্যাশন সেগমেন্টের পোর্টফোলিও সেজেছে ঋতু উপযোগী পোশাকে। আরও রয়েছে কোস্টাল কাউগার্ল, কোয়াইট লাক্সারি, ক্রুয়েলটি ফ্রি ক্লোদেন, অ্যানিমেল প্রিন্ট প্রভৃতি ঘিরে বিশেষ আয়োজন।
বিউটি সেগমেন্টে মিল্কি ফ্রেঞ্চ মেনিকিউর, ফ্লোটিং থেরাপি, পারফেক্ট শেভিং, হেয়ার শেডিং প্রভৃতি ঘিরে বিশেষ রচনাগুলোর পাশাপাশি উন্মোচন করা হয়েছে রূপচর্চার নানা দিক।
আমাদের এই বিশেষ আয়োজন আপনাদের কাছে সমাদৃত হবে আশা করি।
ঈদ কাটুক আনন্দে।