আজকের রাশি I ১৭ আগস্ট
মেষ
ভরপুর আনন্দের দিন। হাওয়ায় ভাসছেন না কেন?
বৃষ
শেষ দফায় কিন্তু জয় আপনারই। সুনিশ্চিত।
মিথুন
সন্দেহ হয়তো করবে কেউ। তা না ভেবে নিজের কাজটাই করুন।
কর্কট
আমোদ-প্রমোদে থাকুন। দিনটা যে উৎসবের।
সিংহ
অস্বস্তি ভাবটা চাপা দিন। নিঃসংকোচে এড়িয়ে যান সব।
কন্যা
তপ্ত মনটা শান্ত হবে ধীরে ধীরে। চঞ্চলতা কাম্য নয়।
তুলা
একসঙ্গে দুই নৌকায় পা দেবেন না। ভুলে যাবেন না যেন।
বৃশ্চিক
মন বলছে, আমাকে বিশ্রাম দাও। মনের কথাটাই তাহলে শুনুন না আজ।
ধনু
অচেনা কিছুর মুখোমুখি হতে পারেন আজ। চেনা চেনাও লাগতে পারে।
মকর
নতুন কোনো কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিন। পারতে যে হবেই আপনাকে।
কুম্ভ
সবার শুভকামনা এসে কড়া নাড়বে আজকের দিনটাতে।
মীন
ঝামেলাকে তুড়ি মেরে উড়িয়ে দিন। অদ্ভুত এই ক্ষমতা প্রদর্শন তো আপনার পুরোনো অভ্যাস।