আজকের রাশি I ১৮ আগস্ট
মেষ
আজ পাওয়ার পাল্লাটাই ভারী থাকবে।
বৃষ
ফাঁকিবাজি অনেক হয়েছে, আজ গা ঝাড়া দিয়ে উঠুন।
মিথুন
মেঘ কেটে গেছে, ফুরফুরে এই দিনটা মন ভরিয়ে দেবে আপনার।
কর্কট
পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে, প্রয়োজনেই।
সিংহ
রথ দেখা আর কলা বেচা- দুই-ই করা চাই আজ।
কন্যা
শুরু করে দিন আজ, শেষতক পৌঁছতে খানিকটা সময় লাগবে আজ।
তুলা
কারও কথায় টলবেন না, আপনি আপনার কাজটুকু করুন।
বৃশ্চিক
সরে যাবেন না, বড় বিপদে পড়ে যাবেন নইলে।
ধনু
ধৈর্য ধরুন, ফায়দা হবে।
মকর
নতুন কিছু জানতে পারবেন, মনটাই ভরে যাবে আপনার।
কুম্ভ
আড্ডা, গল্প,গান- আর কী লাগে।
মীন
আজ একটু ধাক্কা আসতে পারে, সচেতন থাকুন।