আজকের রাশি I ১৯ আগস্ট
মেষ
ক্ষেপার অনেক কারণ থাকলেও মাথা ঠান্ডা রাখুন, অস্থির সময়টা সামলাতে হবে আপনাকেই।
বৃষ
বেশ ক্লান্ত হয়তো, অপ্রত্যাশিত প্রাপ্তিতে তা কেটে যাবে ঝট করেই।
মিথুন
ঝড় আসছে, সচেতন থাকুন।
কর্কট
আজ আর চুপ নয়, বলার সময় এসেছে।
সিংহ
অনেক কিছু করতে যাচ্ছেন আজ, দেখবেন ভুল যাতে না হয়।
কন্যা
কঠিন কিছু সামলাতে হবে আজ, স্বাভাবিক থাকার চেষ্টা করুন।
তুলা
যা কখনো করেননি তা আজ করতে যাচ্ছেন, পারবেন নিশ্চয়।
বৃশ্চিক
লড়াই জমবে আজ, টিকে থাকা চাই।
ধনু
গোলমাল সামলাতে হবে, উপস্থিত বুদ্ধির পরিচয় চাই।
মকর
হাল ছাড়বেন না, শুরু করুন আবার।
কুম্ভ
সাধারণ কোনো ব্যাপারই অসাধারণ হয়ে উঠবে, আপনারই ছোঁয়ায়।
মীন
মোটেও হালকাভাবে নেবেন না, আজ যে কাজ পেতে যাচ্ছেন তা গুরুত্বসহকারে নিন।