আজকের রাশি I ৭ নভেম্বর
মেষ
লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন, আরেকটু ধৈর্য ধরুন।
বৃষ
ইতিবাচক সাড়া পাবেন, খুব কাজে দিবে।
মিথুন
ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইবে কেউ, সাবধান।
কর্কট
ন্যায়সঙ্গত ব্যাপারে আপোসহীন থাকুন, জয় আপনার হবেই।
সিংহ
ছড়ি ঘোরাতে চাইবে কেউ, স্বাভাবিকতা বজায় রাখুন।
কন্যা
বিশৃঙ্খলা রুখতে হবে আজ, রুখতে হবে আপনাকেই।
তুলা
সংশোধনের সুযোগ পাবেন, কাজে লাগান।
বৃশ্চিক
দর-কষাকষিতে যেতে হতে পারে, যুক্তির বাইরে যাবেন না।
ধনু
উদ্ভট কিছুর মুখোমুখি হতে পারেন, সামলে।
মকর
কাজে ঝাঁপিয়ে পড়ার দিন, দেরি করছেন কেন?
কুম্ভ
নতুন বার্তা পাবেন, বোঝার চেষ্টা করুন।
মীন
সুসংবাদটা আজই পাচ্ছেন, ঢাকঢোলের আওয়াজ শুনতে পাচ্ছি না কেন?