আজকের রাশি I ৮ নভেম্বর
মেষ
নতুন বছরের প্রথম দিনটি বৈচিত্র্যপূর্ণ, উপভোগ করুন।
বৃষ
কোনো কিছুর বিস্তারিত জানতে পারবেন আজ, খুব কাজে লাগবে।
মিথুন
কাজে হাত দেওয়ার আগে হোমওয়ার্কগুলো সেরে নিন আজ, এটাই এখন করণীয়।
কর্কট
দারুণ কিছু সংগ্রহ করতে যাচ্ছেন, সযতনে রাখুন।
সিংহ
কর্মপরিকল্পনায় পরিবর্তন আনতে হবে, প্রয়োজনেই।
কন্যা
ফুরফুরে একটি দিন, এক রত্তি ঝামেলা নেই।
তুলা
একটু পিছুতে হবে আজ, এগোনোর জন্যই।
বৃশ্চিক
কাজে নতুনত্ব খুঁজে পাবেন, বেশ লাগবে।
ধনু
প্রিয়জনের ব্যবহারে মর্মাহত হতে পারেন, সময় দিন। সব ঠিক হয়ে যাবে।
মকর
রুটিনে খানিক গড়বড় হতে পারে, এমনটা যেন বারবার না হয়।
কুম্ভ
ভুল ভাঙবে আজ, ফিরে যান আবার।
মীন
ঘুরে আসুন, ভ্রমণভাগ্য দারুণ শুভ আজ।