আজকের রাশি I ১৫ নভেম্বর
মেষ
সময়ের প্রয়োজনে পরিকল্পনা বদলাতে হতে পারে।
বৃষ
কারও গা ছাড়া ভাব বিরক্তির কারণ হতে পারে।
মিথুন
কারও ব্যবহারে কষ্ট পাবেন। তবে শেষটুকু দেখে ছাড়ুন।
কর্কট
কারও দুঃসময়ে উপকারে আসতে পেরে তৃপ্তি পাবেন।
সিংহ
নার্ভাস হওয়ার কিছু নেই। শক্ত মানসিকতার পরিচয় দিন আজ।
কন্যা
ব্যর্থতা মানেই পরাজয় নয়। মনোবলটা অটুট রাখুন।
তুলা
আজ সহজ চিন্তা করুন, দৃঢ় সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক
উদাসীনতায় আজ সুযোগটা হাতছাড়া হতে পারে।
ধনু
মানসিক চাপটুকু কাটিয়ে উঠবেন আজ।
মকর
কিছু মধুর সময় কাটবে আজ। হোয়াট এ সারপ্রাইজ!
কুম্ভ
উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সমস্যার সমাধানও আসছে।
মীন
কারও অনুপ্রেরণা পাবেন আজ অপ্রত্যাশিতভাবে।