আজকের রাশি I ১৪ নভেম্বর
মেষ
দৃঢ় মনোবলে আজ সমূহ বিপদ থেকে মুক্তি পাবেন।
বৃষ
বিবাদে জড়িয়ে আজ অহেতুক ঝামেলা বাড়াবেন না।
মিথুন
স্থগিত কোনো ইস্যু নিয়ে নাড়াচাড়া করবেন না আজ।
কর্কট
আপনার সরলতাকে কেউ পুঁজি বানাতে পারে।
সিংহ
প্রভাবশালী কারও সহায়তায় উপকৃত হবেন আজ।
কন্যা
প্রতিকূল পরিবেশে আজ কাজ করতে হতে পারে।
তুলা
ঘুরপাক খেতে খেতে একটা জায়গায় স্থির হবেন আজ।
বৃশ্চিক
আবদার রক্ষা করতে গিয়েই আজ দিনটা কেটে যাবে।
ধনু
আজ দিন শেষে আকর্ণ বিস্তৃত হাসিটাই আপনার প্রাপ্তি।
মকর
ঘাড় ও পিঠের ব্যথায় কাতর হয়ে যেতে পারেন।
কুম্ভ
ইচ্ছার বিরুদ্ধে যেতে হতে পারে আজ।
মীন
কেউ ফিরে আসবে আপনার কাছেই। স্বাগত জানান।