আজকের রাশি I ১৩ নভেম্বর
মেষ
ভবঘুরে হতে চায় মন। একটু না হয় আজ ঘোরাফেরা করুন।
বৃষ
পৈতৃক সম্পত্তিতে ভাইয়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন।
মিথুন
জলপথে ভ্রমণ থেকে বিরত থাকুন আজ।
কর্কট
সমর্থন না পেলেও দমে যাবেন না। সত্য সব সময়ই সুন্দর।
সিংহ
পুরোনো বন্ধুর সান্নিধ্য পেতে পারেন আজ।
কন্যা
সিদ্ধান্তে সময় নিন আজ। হুট করে কিছু করে বসবেন না।
তুলা
বড় একা একা লাগতে পারে আজ। তবে আড্ডা মারতে ভুলে গেছেন!
বৃশ্চিক
ব্যবসায় সাফল্য না এলেও দুশ্চিন্তা করবেন না।
ধনু
যা কিছুই হোক, শুরুটা করুন আজ। শুরুটাই কঠিন।
মকর
চলাফেরায় বাড়তি সতর্কতা মেনে চলুন।
কুম্ভ
আজ কাঙ্ক্ষিত আশা পূরণ হচ্ছে।
মীন
উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্যের স্বীকৃতি মিলবে।