আজকের রাশি I ১৭ ডিসেম্বর
মেষ
আপনি সোজা সত্য কথাটি বলুন, সব ঠিক থাকবে।
বৃষ
হুট করেই আজ পুরোনো কোনো মুখের দেখা পেতে যাচ্ছেন।
মিথুন
আজকের পরিকল্পনাতে খানিক পরিবর্তন আনতে হতে পারে, প্রয়োজনেই।
কর্কট
প্রাণ যা চায় করতে পারেন আজ, দেখবেন মনমরা ভাবটা সম্পূর্ণ কেটে গেছে।
সিংহ
আজ যাই করবেন, বড্ড আনন্দ নিয়ে করবেন। কী যে মজা!
কন্যা
প্রিয়জনের জন্য সময় বের করাটা বেশ দরকার আজ।
তুলা
কোন পথে হাঁটবেন, তা ঠিক করতে হবে যে আজ।
বৃশ্চিক
তথ্যের ব্যাপারে সতর্কতা কাম্য।
ধনু
আজ বহু কাঙিক্ষত কিছুর খুব কাছাকাছি চলে যাবেন।
মকর
আজ দিন শেষে ঝরঝরে ভাবটা টের পাবেন।
কুম্ভ
খাওয়া-দাওয়াঘটিত ঝামেলা হতে পারে আজ।
মীন
একটু গতি কমাতে হবে আজ, প্রয়োজনেই।