আজকের রাশি I ১৮ ডিসেম্বর
মেষ
কেউ বাগড়া দিতে চাইবে, আপনি আপনার কাজটুকু করুন।
বৃষ
অদ্ভুত কোনো কারণে আজ শান্তি পাবেন।
মিথুন
তুমুল আনন্দে থাকবেন। এক পশলা দুঃখও সইতে হতে পারে।
কর্কট
ধৈর্যের সুমিষ্ট ফলটুকু পেতে যাচ্ছেন আজ।
সিংহ
আজ টেরাম টেরাম লড়াই করতে হতে পারে, প্রলুব্ধ হবেন না।
কন্যা
উড়তে থাকবেন আজ, আহা রে!
তুলা
লম্বা লম্ফটা আজই দিন, এমন সুযোগ আসে না বারবার।
বৃশ্চিক
ল্যাঙ মারতে চাইবে কেউ, সাবধান।
ধনু
অদ্ভুত এক সময়ের মধ্য দিয়ে যাবেন আজ।
মকর
একটা ঘোরের মধ্যে থাকবেন, বাস্তবতায় ফিরে আসুন।
কুম্ভ
ভুলটা বুঝতে পারবেন, দ্রুত অ্যাকশনও নিবেন।
মীন
যুক্তিকেই প্রাধান্য দিন, আবেগকে নয়।
কী ব্যাপার, ১৯শে ডিসেম্বর এর রাশিফল কোথায়? সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে, কোনো খবর নেই?