সম্পাদকীয়
হ্যাপি লিপইয়ার! হ্যাঁ, তিন বছর পর আবারও বর্ষপঞ্জিতে একটি বাড়তি দিনের যোগ নিয়ে এলো নতুন বছর। ২০২৪। শুরুতেই সবাইকে শুভেচ্ছা।
নববর্ষ ঘিরে নতুন ভাবনাচিন্তার বিস্তার ঘটিয়ে সেজেছে এবারের ক্যানভাস। নতুন বছর সব সময় যে নতুন উদ্দীপনার জোগান দেয়, তা নয়। পুরোনো নানা অস্থিরতাও হানা দেয় কখনো কখনো; হয়তো আগের বছরের রেশ থেকেই। দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এমন সব অস্থিরতার ছাপ কতটা প্রকট, কীভাবে তা উতরে আসা যেতে পারে, সেই বিষয়ে বিশদ বিশ্লেষণাত্মক চিত্র হাজির করা হলো কভারস্টোরিতে। ফ্যাশন সেগমেন্টে আরও রয়েছে দেশি হাউসগুলোর পিচ ফাজ কালেকশন নিয়ে বিশেষ পোর্টফোলিও, ব্যাগ বাছাইয়ে প্রকৃতিকে প্রাধান্য, ফ্যাশন রেজল্যুশনের প্রভাবসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত।
বিউটি সেগমেন্ট সেজেছে সৌন্দর্যচর্চায় ফিশ অয়েলের কার্যকারিতা, স্কিন ফ্লাডিংয়ের আদ্যোপান্ত, কিচেন ইনগ্রিডিয়েন্ট ব্যবহারে সতর্কবার্তা, ঋতুবদলের টানাপোড়েন থেকে ত্বক বাঁচানোর কৌশলসহ আরও কয়েকটি সময়োপযোগী বিষয় ঘিরে।
বিশেষত করপোরেট কালচারে আজকাল হাই টি-পার্টির বেশ চর্চা। এমন পার্টিকে আরও উপভোগ্য করে তুলতে ফুড সেগমেন্টে রইল বিশেষ রেসিপি। আরও রয়েছে চেনা স্যুপের প্রভেদ সন্ধান, ঘরে বসে মুসাকা বানানোর সহজ উপায়, সুস্বাদু নিহারির ইতিহাস পরিক্রমা, আন্ডারওয়েট সমস্যা কাটাতে ওজন বাড়ানোর বিশেষজ্ঞ পরামর্শ ইত্যাদি।
এবারের এডিটর’স কলামে গাওয়া হলো নতুন চিন্তার জয়গান। লাইফস্টাইল সেগমেন্টে আরও জায়গা পেয়েছে সেলফ-হার্মের মতো মারাত্মক প্রবণতা থেকে বিশেষত কিশোর-কিশোরীদের সুরক্ষা দেওয়ার উপায় অনুসন্ধান, শরীরচর্চায় মার্শাল আর্টের প্রয়োগ, ভীষণ আলোচিত আফ্রিকান নৃগোষ্ঠী মাসাইদের গ্রামে ভ্রমণের সবিস্তার, রাশিফলে রঙের প্রভাবসহ নিয়মিত বিভাগগুলোর উপস্থিতি।
নতুন বছর ভালো কাটুক সবার। কল্যাণ হোক।