skip to Main Content

সম্পাদকীয়

ফেব্রুয়ারি। একই সঙ্গে শোক ও গৌরবের মাস। ভালোবাসার আর ঋতুরাজের মাস। অমর একুশে বইমেলার মাস। শুরুতেই মহান ভাষা আন্দোলনের সকল ভাষাসৈনিক ও শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
বরাবরই এ মাস বেশ উৎসবমুখর। প্রকৃতির পালাবদলে শীত শেষে বসন্তের আগমনী। ফুলের মাধুর্য ও সৌরভ, পাখির কলতানে অপার স্নিগ্ধতার সমারোহ। ভালোবাসার এ মাসে ক্যানভাস সেজেছে বিবিধ রূপ-রসে। বলা হয়, হৃদয়ে প্রেম দোলা দিলে মানুষের বাহ্যিক অবয়বে ফুটে ওঠে তার বর্ণচ্ছটা। তাই ত্বকে প্রেমের প্রভাব ঘিরে হাজির কভারস্টোরি। বিউটি সেগমেন্টে আরও রয়েছে ফ্লাওয়ার বাথের আদ্যোপান্ত, স্ক্যাল্প ফেশিয়ালের জাদুমন্ত্র, অন্তরঙ্গতাসংশ্লিষ্ট স্বাস্থ্যবিধি সমাচারসহ নিয়মিত সব আয়োজন।
সময়োপযোগী বিশেষ পোর্টফোলিওর পাশাপাশি ফ্যাশন সেগমেন্টে রয়েছে নিজেকে ভালোবাসার ক্ষেত্রে কেতাদুরস্ত থাকার উপায় অন্বেষণ। আরও রয়েছে লাভ জেম খ্যাত রুবির গুণকীর্তন, পোশাক-পরিচ্ছদে শীত থেকে বসন্তে পদার্পণের জরুরি কৌশল, হলুদরঙের প্রভাব বিস্তার, শীতপোশাক যথাযথভাবে তুলে রাখার বুদ্ধিসহ অনেক কিছু।
ভালোবাসা দিবসটি প্রিয় মানুষের সঙ্গে চলচ্চিত্র উপভোগ করে কাটাতে ভালোবাসেন অনেকে। এমন ক্ষণের উপযোগী হালকা নাশতার রেসিপি রইল ফুড সেগমেন্টে। আরও থাকছে সুস্বাদু মমর প্রকারভেদ, রসাল রসগোল্লার ইতিহাসবৃত্ত, ঘরে বসে বিফ স্টু বানানোর সহজ পদ্ধতি, দিনের প্রথম আহার স্বাস্থ্যকর করার বিশেষজ্ঞ পরামর্শ, স্যান্ডউইচ দুনিয়ায় রাজত্বকারী ফুড চেইন সাবওয়ের বিস্তার-বিন্যাস প্রভৃতি।
ঋতুরাজ বসন্তে ফুলের মেলা দোলা দিয়ে যায় কমবেশি সবার হৃদয়ে। মনোজগতে এর প্রভাব ঘিরে রচিত হলো এবারের এডিটর’স কলাম। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে সদ্য বিবাহিত তারকা দম্পতির যাপনচিত্র, কবিতার সূত্র ধরে আলোকচিত্রে ভালোবাসার প্রকাশ, লাভ ফোবিয়া কাটানোর উপায় সন্ধান, ঘুমের আগে শরীরচর্চার সঠিক ধাপ, আফ্রিকার সবচেয়ে ঐশ্বর্যমণ্ডিত সমুদ্রসৈকতে ভ্রমণ-আখ্যানসহ নিয়মিত আয়োজনগুলো।

লিপইয়ার হিসেবে বাড়তি এক দিন পাওয়া এ মাস ভালো কাটুক সবার। মঙ্গল হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top