সম্পাদকীয়
এলো গ্রীষ্মের দিন। প্রকৃতির রুদ্রমূর্তিতে ওষ্ঠাগত প্রাণ! এমন সময়ে সবাইকে জানাই যথাযোগ্য স্বাস্থ্যবিধি মেনে চলার উদাত্ত আহ্বান।
ক্যানভাসের গ্রীষ্ম সংখ্যায় রইল বর্ণিল আয়োজন। ইতিহাসের পাঠ নিয়ে, উপমহাদেশীয় ফ্যাশন সংস্কৃতিতে মোগল সম্রাজ্ঞী নূরজাহানের প্রভাব ঘিরে কভারস্টোরি। ফ্যাশন সেগমেন্টে আরও রয়েছে বিশেষ পোর্টফোলিও, আন্তর্জাতিক অঙ্গনে গোলাপপ্রাণিত পোশাকসজ্জার সবিস্তার, পাঞ্চ ক্লিপের সৌন্দর্য, নারীদের পরিধেয়তে নটের ব্যবহারসহ নিয়মিত সব বিষয়ের হাজিরা।
সৌন্দর্যবিশ্বে নেতিবাচক নারীচরিত্রগুলোর সাজের কদর বাড়বাড়ন্ত! তাতে এগিয়ে সাইরেন আই মেকআপ। এর উপস্থাপনা রইল ক্র্যাশ কোর্সে। বিউটি সেগমেন্টে আরও আছে ত্বকযত্নে গোমাজ টেকনিকের প্রয়োগ, গ্লাইকোলিক অ্যাসিডের যথাযথ ব্যবহার, নেইল সাইক্লিং, আধুনিক পুরুষের ত্বকযত্নের গোপন রহস্য প্রকাশ, চুলে রং করার চল ঘিরে বিশেষ উপস্থাপনাসহ অন্যান্য আয়োজন।
গরমের এ সময়ে এক চুমুক সুস্বাদু পানীয় এনে দিতে পারে দারুণ স্বস্তি। তাই স্বাস্থ্যকর জুসের রেসিপি দিয়ে শুরু এবারের ফুড সেগমেন্ট। আরও রয়েছে বৈচিত্র্যময় ফল রাম্বুটানের পুষ্টিগুণ সন্ধান, কর্মজীবী নারীর জন্য উপযুক্ত মধ্যাহ্নভোজের সমাহার, চকলেট ব্রাউনির ইতিহাস পরিক্রমা অন্বেষণ, সারা দুনিয়ার বাছাই করা খাদ্যবিষয়ক সংবাদ ইত্যাদি।
চলছে মে মাস। এ মাসের প্রথম দিনটি সারা দুনিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। প্রত্যেক শ্রমিক যেন তার শ্রমের ন্যায্য মজুরি পান, সেই দাবি তোলা হলো এডিটর’স কলামে। মে মাসের প্রথম রোববার বিশ্ব হাসি দিবস এবং দ্বিতীয় রোববার মা দিবস। লাইফস্টাইল সেগমেন্টে তাই আরও জায়গা পেল চরম দুঃসময়ে সর্বজনীন মাতৃত্বের প্রতীক হয়ে ওঠা এক বিশেষ আলোকচিত্রের বিশ্লেষণ, মাসজুড়ে চলা বার্ষিক উৎসবের খোঁজ, গরমে সঠিক ব্যায়াম অনুশীলনের বিশেষজ্ঞ দিকনির্দেশনা, হাসির উপকারিতা ঘিরে বিশ্লেষণাত্মক রচনা ইত্যাদি।
গ্রীষ্মের দিনগুলো নিরাপদে ও হাসিমুখে কাটুক সবার।