সম্পাদকীয়
ঈদ মোবারক।
বছর ঘুরে আবারও এলো ত্যাগের অমোঘ বার্তাবাহী পবিত্র ঈদুল আজহা। তাই বরাবরের মতো ক্যানভাস সাজল ঈদের আনন্দ ও তাৎপর্য ছড়ানো বিচিত্র আয়োজনে। শুরুতেই সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মানেই অবাধ আনন্দ। তাতে প্রতিবারই যোগ হয় বাড়তি মাত্রা। এমন ক্ষণে ফ্যাশন দুনিয়ায় নজর রাখলে দেখা মেলে করোনার বিষাদী দিন পেরোনো পৃথিবীতে অতিরঞ্জনের আহ্লাদী দ্যুতি! তাই এবারের কভারস্টোরি ম্যাক্সিমালিজম ঘিরে। ফ্যাশন সেগমেন্টে আরও রয়েছে চামড়াজাত পণ্য নিয়ে একাধিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ, পোশাক সংরক্ষণে মৌসুম-উপযোগিতায় নজর, বেল্টের বিবিধ ব্যবহার, পিয়ার্সিং পরিচিতি ইত্যাদি।
ত্বক পরিষ্কারে বার সোপ নাকি বডি ওয়াশ—কোনটির ব্যবহার কার জন্য প্রযোজ্য, এমন অনুসন্ধান ঘিরে বিশেষ আয়োজন রয়েছে বিউটি সেগমেন্টে। এ সেগমেন্টে আরও জায়গা পেল ঈদের দিন তো বটেই, যেকোনো সময়ে পুরুষের ঝটপট সাজ-সারাইয়ের সহজ মন্ত্র উপস্থাপন, শরীরের গহিনে ফিলারের চূড়ান্ত ঠিকানার সন্ধান, চুলযত্নে অ্যাসিড প্রয়োগের কার্যকারিতা, নেইল রিংয়ের আদ্যোপান্তসহ নিয়মিত বিভাগগুলো।
ঈদুল আজহা মানেই মনভরে মাংস আস্বাদনের ধুম! আর তা মূলত গরুর মাংস। তবে খাসির মাংসের চাহিদাও কম থাকে না এ সময়ে। তাই ফুড সেগমেন্টের শুরুতে রইল মাটন স্পেশাল রেসিপি। এ সময়ে জিব সামলানো বেশ মুশকিল! অনেক সময় বাড়াবাড়ি রকমের খাদ্য গ্রহণের ফলে দেখা দিতে পারে বদহজম। তা থেকে উত্তরণ পেতে রইল বিশিষ্ট পুষ্টিবিদের পরামর্শ। এ ছাড়া আচারের ধরন বিশ্লেষণ, খাবার ঘিরে চলতি মিথ বা ভ্রান্ত ধারণা, ঘরে বসে চটপটি বাসানোর সহজ কৌশলসহ বিভিন্ন বিষয়ে সেজেছে এই সেগমেন্ট।
কোরবানির ঈদ শুধু ত্যাগের মহিমা নয়, সম্পদ ভাগাভাগি করার মহতী তাৎপর্যও ছড়িয়ে দেয়। সেই বিষয়ে আলোকপাত করা হলো এবারের এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে বাবা দিবস ঘিরে বিশেষ ফিচার, কোলেস্টেরল সামলানোর দেহচর্চা, অকারণ খাদ্যভীতি কাটানোর বিশেষজ্ঞ পরামর্শ, ঈদ উপলক্ষে সবিশেষ রম্য রচনাসহ আরও অনেক কিছু।
ঈদ আনন্দ ও নিরাপদে কাটুক সবার। জীবনে ছড়িয়ে পড়ুক ঈদের প্রকৃত বার্তা।