পোর্টফোলিও I স্যাম স্কিন হেলথ
স্কিন ম্যাটারস—স্লোগান নিয়ে কার্যক্রম শুরু করে স্যাম স্কিন হেলথ। ২০২৩ থেকে চলছে এই জয়রথ। মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড হিসেবে এরই মধ্যে আস্থার জায়গা তৈরি করে নিয়েছে। প্রিমিয়াম স্কিন কেয়ার সল্যুশন ব্র্যান্ডটির মূল উদ্দেশ্য স্বাস্থ্যোজ্জল ত্বক নিশ্চিত করা। চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শাহরিয়ার আরিফিন। ত্বকের সুস্থতাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রোডাক্ট ডিজাইন করে স্যাম স্কিন হেলথ। টপ টু টো কেয়ারের জন্য ভরসা করা যাবে এই লেবেলকে। ক্লিনজার, ফেস ওয়াশ, বায়োটিন শ্যাম্পু থেকে শুরু করে রেটিনল সেরাম—সবই আছে প্রোডাক্ট লাইনে। সায়েন্টিফিক ইনোভেশনের মাধ্যমে তৈরি করা হয় প্রতিটি পণ্য। প্রাইজ রেঞ্জ ৪৯৯ থেকে ৩,৪০০ টাকা। ডারমাটোলজিস্ট, ফার্মাসিস্ট, স্কিন কেয়ার এক্সপার্টের সমন্বয়ে তৈরি হয়েছে দক্ষ কর্মী দল।
ফেসবুক: www.facebook.com/SAMSKIN
ওয়েবসাইট: www.samskinhealth.com
ইনস্টাগ্রাম: www.instagram.com/sam.skinhealth
কেয়ার লাইন: 01827889922
মডেল: উষ্ণতা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল