skip to Main Content
টেলিফটো ওয়েডিং পোর্ট্রেটের ম্যাজিক নিয়ে ভিভো ভি৬০

ভিভো তাদের নতুন ফ্ল্যাগশিপ ভি৬০-এর সঙ্গে বদলে দিচ্ছে স্পেশাল মুহূর্তগুলোকে স্পেশালভাবে ক্যামেরাবন্দি করার ধারণা। বাংলাদেশে প্রথমবারের মতো এই সিরিজে যুক্ত হয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা। ১০ গুণ জুম করেও নিখুঁত ও প্রাণবন্ত ক্লোজআপ ছবি তুলে স্মৃতিগুলোকে আরও সতেজ রাখে নতুন এই ফ্ল্যাগশিপ।

ভিভো ভি৬০ যেন এখন পকেটে থাকা একটি প্রো ফটোগ্রাফারের কিট। যা জাইস-এর সঙ্গে মিলিত হয়ে সুপার টেলিফটো লেন্সের সঙ্গে নিয়ে এসেছে পেশাদার মানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিকে একদম হাতের নাগালে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও বলা হয়, বিয়ের দিনটি সবার জীবনের জন্য একটি বিশেষ মুহূর্ত। বর-কনে এমনকি অতিথিদের জন্য মুহূর্তগুলো হয় আবেগে জড়ানো। ক্ষণস্থায়ী হলেও মুহূর্তগুলোর রেশ রয়ে যায় আজীবনের জন্য। যা পুনরায় অনুভব করা সম্ভব হয় না। ভিভো ভি৬০-এর টেলিফটো ওয়েডিং পোর্ট্রেট মোডের ৮৫–১০০ মিমি ফোকাল লেন্স এই মুহূর্তগুলোকে রূপান্তরিত করে চিরস্থায়ী স্মৃতিতে। ছবিগুলোতে ধরা পড়ে প্রাকৃতিক দৃষ্টিকোণ, নিখুঁত বিস্তারিত এবং সিনেমাটিক বোকেহ– ঠিক যেন কোনো পেশাদার মানের ফটোগ্রাফি। বর-কনের শুভদৃষ্টি বা ভিড়ের মধ্যে নাচের আনন্দ, জাইস টেলিফটো লেন্স নিশ্চিত করে, দূরত্ব বা ঝাপসার কারণে যেন কোনো ছবি হারিয়ে না যায়।

শুধু অসাধারণ লেন্সেই সীমাবদ্ধ নয়, প্রতিটি ছবিকে স্পেশাল করে সাজানো যায় ভিভোর স্মার্ট এআই স্টুডিও। এর এআই ফোর সিজন পোট্রেট মোড দিয়ে যেকোনো ছবিকে স্বয়ংক্রিয়ভাবে মৌসুমি আলো ও পরিবেশের সঙ্গে মানিয়ে চার ঋতুর আবহে সাজানো যায়। যেখানে ফুটে ওঠে গ্রীষ্ম, বর্ষা, শরৎ বা বসন্তের আবহের মত মৌসুমি সৌন্দর্য। এ ছাড়াও, নতুন এআই ৩.০ ছবির ঝাপসা ভাব এবং অনাকাঙ্ক্ষিত বস্তু সরিয়ে ছবিকে করে আরও নিখুঁত।

ডিজাইনও এখানে হয়ে উঠেছে একধরনের ভাষা। প্রকৃতির সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে ভি৬০ এসেছে তিনটি শেডে– বেরি পার্পল, মিস্ট গ্রে এবং ডেজার্ট গোল্ড। প্রতিটি রংই প্রকাশ করে ভিন্ন ভিন্ন মুড। কখনো শান্তি আর প্রশান্তি, কখনো সতেজতা, আবার কখনো মিষ্টি আর প্রাণবন্ত আবেগ। এর ৬.৭৭ ইঞ্চির ইক্যুয়াল ডেপথ কার্ভড স্ক্রিন ফুটিয়ে তুলে আভিজাত্য। পাশাপাশি প্রতিরোধ করে অ্যাকসিডেন্টাল টাচ। ফলে, দীর্ঘ সময় ধরে বা দ্রুত কোনো কাজ করা যায় আরও সহজে।

দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে ভিভো ভি৬০-তে রয়েছে নির্ভরযোগ্য ফিচার। ৬৫০০ এমএএইচ ব্লু ভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ সারা দিনের ব্যটারি ব্যাকাপ দেয় ও দেয় দ্রুত চার্জিং এর নিশ্চয়তা। স্ন্যাপড্রাগন® ৭ জেন ৪ চিপসেট দ্রুত ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে।

আইপি৬৮ ও আইপি৬৯ থাকায় ১.৫মিটার পরিষ্কার পানিতে ১২০ মিনিট পর্যন্ত নিমজ্জিত থাকতে পারে ভিভো ভি৬০। পানি ও ধুলো থেকে রক্ষা করার পাশাপাশি, ডিসপ্লেতেও দেয় অতিরিক্ত সুরক্ষা। তা ছাড়া, ওয়ান ট্যাপ ওয়াটার ইজেকশন ফিচার দৈনন্দিন ব্যবহারে যোগ করে আরও নিরাপত্তা।

বিয়ে হোক বা কনসার্ট অথবা ভীড়ের মধ্যে দূর থেকেও নিজের দৃষ্টিকোণ সবার সামনে তুলে ধরার সুযোগকে আরও সহজ করেছে ভিভো ভি৬০। জাইসের সুপার টেলিফটো লেন্স এর সাথে ভিভো এআই-এর কাস্টমাইজেশন প্রতিটি ছবিকে করে যেমন নিখুঁত তেমনি প্রাণবন্ত। ভিভোর সঙ্গে এখন প্রতিটি ছবি রূপান্তর হবে এক স্থায়ী স্মৃতিতে, যেখানে সুরক্ষিত থাকবে ছবির ডিটেইলস ও আবেগ।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ভিভো’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top