skip to Main Content
ট্রপিক্যাল হোমসের ৪৫ তলা স্কাইস্ক্র্যাপার উন্মোচন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি ট্রপিক্যাল হোমস তাদের গৌরবময় ৩০ বছরের যাত্রা উদযাপন করেছে। এই বিশেষ অনুষ্ঠানে কোম্পানিটি বাংলাদেশের প্রথম ৪৫ তলা বাণিজ্যিক টাওয়ার টি.এ. টাওয়ারের উন্মোচন করেছে। রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর বলরুমে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠার শুরু থেকে ট্রপিক্যাল হোমস মানসম্মত, টেকসই এবং আধুনিক স্থাপত্যের প্রতিশ্রুতি দিয়ে এসেছে। টি.এ. টাওয়ারের উন্মোচন সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা কোম্পানির সফল যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যাংকিং সেক্টরের শীর্ষ কর্মকর্তা, করপোরেট ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ প্রতিনিধি, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত ক্লায়েন্ট ও ভূমি মালিকগণ এবং গণমাধ্যমকর্মীরা।

কোম্পানির চেয়ারম্যান তানভীর রেজা এবং ম্যানেজিং ডিরেক্টর শেখ রাবিউল হক অনুষ্ঠানে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন প্রকল্পসমূহ নিয়ে তাদের বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান সরকার এবং আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। এ ছাড়াও, কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টি.এ. টাওয়ার হবে আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন। এখানে থাকছে আন্তর্জাতিক মানের হাসপাতাল, বিলাসবহুল বুটিক হোটেল, কনফারেন্স হল, কমিউনিটি হল, রেস্টুরেন্ট, মসজিদ, ইনডোর গেমিং জোন, সুইমিং পুল, কফি কর্নার, সিটি ভিউ কর্নার এবং ছাদে হেলিপ্যাড।

এ ছাড়াও থাকবে পুরুষ ও নারীদের জন্য আলাদা জিম, স্টিম রুম, সাউনা, জাকুজি, পার্লার ও স্যালন। শিশুদের জন্য থাকছে সুসজ্জিত খেলার স্থান, থ্রিডি মুভি থিয়েটার এবং ভিআর রুম। নিরাপত্তার জন্য থাকবে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ২৪/৭ সিসিটিভি নজরদারি এবং সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেম।

অনুষ্ঠানে অতিথিরা ট্রপিক্যাল হোমসের এই অর্জনকে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে এক নতুন যুগের সূচনা হিসেবে আখ্যা দেন। অনুষ্ঠানের সমাপনীতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় গালা ডিনারের আয়োজন করা হয়। ট্রপিক্যাল হোমস ভবিষ্যতেও তাদের উদ্ভাবনী প্রকল্প এবং উচ্চমানের সেবা প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top