আবহাওয়ার বদল বেশ ভাবিয়েছে শীতজুড়ে। পৌষ থেকে মাঘ, সবটাতেই যেন হারিয়ে যাওয়ার গান! আগের সেই হিম হিম হাওয়া অতীত এবারে। ফাল্গুন কড়া নাড়ছে। বেশ বোঝা যাচ্ছে উষ্ণতা আসি-আসি। আবার, শহরের মানুষের ব্যস্ততারও নেই কোনো শেষ।
বাংলাদেশি ব্র্যান্ড অরাম বাংলাদেশ প্রকৃতির এই পরিবর্তনকে গুরুত্ব দিয়ে কাজ করেছে এবারে। ব্যস্ত নগরবাসী যেন স্বস্তিতে ফাল্গুন যাপন করতে পারে, সেই চেষ্টা তাদের বসন্তের সংগ্রহ জুড়ে। এ বিষয়ে বিস্তারিত জানা যায় ব্র্যান্ডটির কর্ণধার নিশাত আনজুমের বয়ানে। তিনি বলেন, ‘এই নগরের কর্মব্যস্ত জীবনকে গুরুত্ব দিয়ে এবারে কাজ করেছি আমরা। থিম হিসেবে বেছে নিয়েছিলাম আরবান স্প্রিং।’
অরাম বাংলাদেশের কালেকশনে আরাম প্রাধান্য পেয়েছে বিশেষভাবে। ঢিলেঢালা কাটে আরামদায়ক নকশা করা হয়েছে প্রতিটি পোশাকে। রং বেছে নেওয়া হয়েছে কালার প্যালেটের উজ্জ্বল শেড থেকে। মোটিফে প্রকৃতির সন্তান– ফুল। সব মিলিয়ে স্বস্তিকর পোশাক তৈরি করেছে এই দেশি ব্র্যান্ড।
- সারাহ্ দীনা/ ক্যানভাস অনলাইন
ছবি: অরাম বাংলাদেশ-এর সৌজন্যে