আগস্টের প্রথম রোববার বাংলাদেশে পালিত হয় বন্ধু দিবস। বন্ধুত্ব মানে চুপচাপ পাশে বসে থাকার মতো এক সম্পর্ক, যেখানে না বললেও সব বলা হয়ে যায়। বন্ধুত্ব মানে এমন এক বোঝাপড়া, যেখানে ব্যস্ত সময়ের মাঝেও একটি ছোট্ট বার্তার ওজন পুরো পৃথিবীর সমান! বন্ধুত্বের মজবুত বন্ধনকে আরও দৃঢ় করতে দেশি ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ নিয়ে এলো বিশেষ টি-শার্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‘বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছুই জমে না এখন!’– লেখার আলোকে; সব বয়সীর জন্য বন্ধুত্বের থিমে করা ডিজিটাল প্রিন্টের এই স্পেশাল টি-শার্ট।

এ প্রসঙ্গে ব্র্যান্ড কর্তৃপক্ষের ভাষ্য, ‘আমরা বিশ্বাস করি, একটি ভালো পণ্য যেমন দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মতোই জীবনকে সহজ করে; তেমনি একটি ভালো সম্পর্কও জীবনের সবচেয়ে বড় শক্তি।’

বন্ধু দিবসের সংগ্রহটি রয়েছে রঙ বাংলাদেশের সকল আউটলেটে। এ ছাড়াও ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। দেশের যেকোনো প্রান্তে অনলাইন অর্ডারে থাকছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ হোম ডেলিভারি সুবিধা। ফোন ও হোয়াটসঅ্যাপ ০১৭৭৭৭৪৪৩৪৪ নম্বরে রয়েছেন কাস্টমার সার্ভিস সাহায্যকারী এবং ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে বিক্রয় প্রতিনিধি।
- ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে

