উত্তরায় বায়োজিন স্কিন কেয়ার ক্লিনিকের নতুন শাখা উদ্বোধন হলো। ৯ নম্বর সেক্টরে ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও মডেল সিয়াম, শবনম ফারিয়া ও শাহতাজ। এসময় আরও উপস্থিত ছিলেন বায়োজিনের উর্ধ্বতন কর্মকর্তা সহ আরো অনেকে। বায়োজিনের চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ জাহিদুল হক বলেন, ‘বিশ্বস্ততার সঙ্গে গ্রাহককে সেবাদানই আমাদের মূল উদ্দেশ্য। আমরাই প্রথম এক ছাতার নিচে ত্বকের সব ধরনের ট্রিটমেন্ট, স্লিমিং প্ল্যান এবং সুলভে হোম ডিভাইস ডেলিভারির সুবিধা দিচ্ছি। গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে বায়োজিনের নতুন ক্লিনিকের যাত্রা শুরু।’ উল্লেখ্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ত্বক-চুলের সৌন্দর্য বৃদ্ধি, স্লিমিং ও লেজার চিকিৎসা প্রদান করে আসছে বায়োজিন স্কিন কেয়ার ক্লিনিক।
Related Projects
বসুন্ধরা সিটিতে আরও বড় পরিসরে টুয়েলভ
- March 11, 2025
বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোর এবং লেভেল ১-এ এর আগে থেকেই দুটি আউটলেট থাকলেও ক্রেতাদের চাহিদা মাথায় রেখেই এত বড় পরিসেরে এসেছে ব্র্যান্ডটি