উত্তরায় বায়োজিন স্কিন কেয়ার ক্লিনিকের নতুন শাখা উদ্বোধন হলো। ৯ নম্বর সেক্টরে ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও মডেল সিয়াম, শবনম ফারিয়া ও শাহতাজ। এসময় আরও উপস্থিত ছিলেন বায়োজিনের উর্ধ্বতন কর্মকর্তা সহ আরো অনেকে। বায়োজিনের চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ জাহিদুল হক বলেন, ‘বিশ্বস্ততার সঙ্গে গ্রাহককে সেবাদানই আমাদের মূল উদ্দেশ্য। আমরাই প্রথম এক ছাতার নিচে ত্বকের সব ধরনের ট্রিটমেন্ট, স্লিমিং প্ল্যান এবং সুলভে হোম ডিভাইস ডেলিভারির সুবিধা দিচ্ছি। গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে বায়োজিনের নতুন ক্লিনিকের যাত্রা শুরু।’ উল্লেখ্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ত্বক-চুলের সৌন্দর্য বৃদ্ধি, স্লিমিং ও লেজার চিকিৎসা প্রদান করে আসছে বায়োজিন স্কিন কেয়ার ক্লিনিক।
Related Projects
বাঁকা টিপের সেলফি: নারীর প্রতিবাদের ভাষা
- March 1, 2024
চলছে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ 'অড ডট সেলফি'
অংশীদারত্বে রেডিংটন-গুগল ক্লাউড
- January 19, 2025
দক্ষিণ এশিয়ার ব্যবসাগুলোর জন্য যে গুগল ওয়ার্কস্পেস এবং ক্লাউড সলিউশন নিয়ে এসেছে রেডিংটন, তাতে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের ব্যবসাগুলো এখন গুগল ক্লাউডের মাধ্যমে আরও কার্যকর এবং প্রযুক্তিনির্ভর হবে
এলো টেকনো ওয়াচ নিও
- November 25, 2025
যারা ফ্যাশন ও প্রযুক্তি-- দুটিই একসঙ্গে পছন্দ করেন, তাদের জন্য উপযুক্ত এআই ফিচার ও এমোলেড ডিসপ্লে সমৃদ্ধ নতুন এই ডিভাইস

