যুক্তরাজ্যে শেষ হল দি কমপ্লিট ইউনিভার্সিটি গাইড ২০১৯ র্যাংকিং। এবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কাছে অষ্টমবারের মতো হেরে গেলো অক্সফোর্ড। কেমব্রিজ জিতে নিয়েছে সেরা বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থান। র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের দশটি বিষয় গুরুত্ব পেয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো গবেষণা, শিক্ষার্থীদের সন্তুষ্টি এবং স্নাতকদের ভবিষ্যত।সেরা তালিকার তৃতীয় স্থানে রয়েছে লন্ডন স্কুল অব ইকনোমিকস। চতুর্থ লন্ডন ইম্পেরিয়াল কলেজ। তবে এবার স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় ৭৩ নম্বর থেকে ৩২ এ জায়গা করে নিয়েছে। দি কমপ্লিট ইউনিভার্সিটি গাইডের চেয়ারম্যান ড. বার্নাড কিংস্টন বলেছেন, সাধারণত কেমব্রিজ ও অক্সফোর্ড তালিকার শীর্ষে থাকে। কিন্তু ভবিষ্যতে হয়তো অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদের চ্যালেঞ্জ জানাবে।
Related Projects