ক্যানভাস ডেস্ক
বৈশ্বিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স তার ৭০ বছরেরও দীর্ঘ ইতিহাসে প্রতিযোগী বাছাইয়ে বড় ধরনের এক পরিবর্তন আনতে যাচ্ছে। আগামী মৌসুম থেকে এ বার্ষিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বিবাহিতা নারী ও মায়েরাও।
এক বার্তায় আয়োজক কমিটি জানায়, ‘আমরা বিশ্বাস করি নিজ জীবনের প্রতিনিধিত্ব করার অধিকার রয়েছে সব নারীর। তাই তাদের সাফল্যের পথে কোনো মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তের বাধা হওয়া উচিত নয়।’
নতুন এ নিয়মের প্রবর্তন ঘটবে ২০২৩ সালে মিস ইউনিভার্সের ৭২তম আসরে। কেননা, ইতোমধ্যেই চলতি আসরের প্রাথমিক প্রতিযোগিতা চলমান।
প্রচলিত নিয়ম অনুসারে শুধুমাত্র ১৮ থেকে ২৮ বছর বয়সী অবিবাহিতা ও নিঃসন্তান নারীরাই মিস ইউনিভার্সে অংশ নিতে পারেন। সেই নিয়মেরই বদল ঘটতে যাচ্ছে।
- সূত্র: দ্য ন্যাশনাল