থাইল্যান্ড সপ্তাহ। বিশেষজ্ঞ শেফের প্রস্তুত করা থাইল্যান্ডের সুবিখ্যাত প্যাড থাই, টম ইয়াম গুং, সম ট্যাম থাইসহ নানা মজাদার রসনা রয়েছে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন থাকছে অপরূপ থাই নৃত্য পরিবেশনা। বাংলাদেশ ও থাইল্যান্ডের ব্যবসায়ীদের আন্তঃদেশীয় বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করতে এই আয়োজন। দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ফুড ফ্যাস্টিভ্যালের পাশাপাশশি ২৩ থেকে ২৬ এপ্রিল থাই ট্রেড শোর আয়োজন করা হয়। রয়্যাল থাই অ্যাম্বাসি ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল যৌথভাবে এর আয়োজন করে। থাই সপ্তাহ উৎসবে বুফে ডিনার উপভোগ করা যাবে ৩৫০০ টাকায়। শনিবার শেষ হচ্ছে এই উৎসব।
Related Projects
ইউএনডিপির সঙ্গে স্যামসাংয়ের অংশীদারিত্ব
- November 12, 2020
জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্যামসাং…