জুয়েলারি নিয়ে হাজির হয়েছে অ্যাকসেসরিজ ব্র্যান্ড মনরো। পণ্যগুলোর কিছু লিমিটেড এডিশন পাওয়া যাচ্ছে অনলাইন ছাড়াও মনরো স্টোরে। এর আগে মনরোতে শুধু পোশাক ও বাহারি জুতার পসরা থাকলেও এবারই প্রথম রঙবেরঙের জুয়েলারি নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। এসব গয়না হাতে তৈরি। অ্যাকসেসরিজগুলো দেখে আসতে পারেন মনরোর ফেসবুক পেজ থেকে। ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/monroeloveforflats/
উল্লেখ্য, সম্প্রতি মনরোর ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটায় ঢাকার গুলশান ২–এর ৭৭ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে এ স্টোরের উদ্বোধন করা হয়। ‘সারা রহমান কোচার’, ‘আমানা রহমান বেসপোক মেকআপ’ নিয়ে যাত্রা শুরু হয়েছে এ ফ্ল্যাগশিপের।