শীতের উৎসবের উচ্ছ্বাসকে আরও মনোমুগ্ধকর করতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে আকর্ষণীয় ও এক্সক্লুসিভ ক্রিসমাস ডাইনিং অফার। প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া আর স্মৃতিময় মুহূর্ত তৈরি করার জন্য থাকছে চমকপ্রদ ডাইনিং আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মনোরম রুফটপ গ্রিল অন দ্য স্কাইলাইনে থাকছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে উপভোগের জন্য মুখরোচক বার-বি-কিউ ডিনার প্ল্যাটার, চারজনের জন্য ৯৯৯৯ টাকা মূল্যে। খোলা আকাশের নিচে মনোরম পরিবেশে হাসি-আনন্দ আর উৎসবের রঙিন মুহূর্ত, সব মিলিয়ে স্মরণীয় অভিজ্ঞতার সুযোগ।
যারা ইনডোরে রাজকীয় ভোজে অংশ নিতে চান, তাদের জন্য রয়েছে ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে আকর্ষণীয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্যুফে ডিনার; চারজনের জন্য ১১১১১ টাকায়। বিভিন্ন আন্তর্জাতিক ও ফেস্টিভ ফ্লেভার সমৃদ্ধ এই ব্যুফেতে প্রতিটি ডিশেই রয়েছে রুচিশীল প্রস্তুতি ও সুস্বাদের বিশেষ ছোঁয়া।

শুধু তাই নয়, ক্রিসমাসের আনন্দের সঙ্গে ঢাকা রিজেন্সি প্রস্তুত করছে নিউ ইয়ার ইভকে ঘিরে আরও অনেক চমকপ্রদ অফার ও জমকালো আয়োজন, যা নতুন বছরকে করে তুলবে আরও রঙিন, আনন্দময় ও স্মরণীয়।
আগাম রিজার্ভেশন ও বিস্তারিত জানতে +৮৮ ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে যোগাযোগ অথবা https://www.facebook.com/share/1GD3jEnNQX/ লিংকে ভিজিট করতে পারেন।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

