রেনেসাঁ হোটেলের বিশ্বব্যাপী সিগনেচার ইভেন্ট ‘ইভেনিংস অ্যাট রেনেসাঁ’। এর একটি বিশেষ আয়োজন শায়েরি ইভনিং, যা স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পচর্চাকে তুলে ধরার উদ্যোগ। এরই ধারাবাহিকতায় রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল উপহার দেয় এক মননশীল সন্ধ্যা, যেখানে কবিতা ও সংগীত মিলেছে এক সুরেলা আবেশে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন আবৃত্তিকার, কবি ও বক্তা এহসান সামাদ। তিনি নিজের লেখা কবিতার পাশাপাশি মির্জা গালিব, সাহির লুধিয়ানভি, ফয়েজ আহমেদ ফয়েজ, গুলজার ও ইমরান আমিরের মতো কিংবদন্তি কবিদের নির্বাচিত শায়েরি আবৃত্তি করেন। তার কণ্ঠের সঙ্গে সুরের মেলবন্ধন ঘটান একজন দক্ষ বাঁশিবাদক, যার স্নিগ্ধ সুর প্রতিটি কবিতাকে এনে দেয় আরও গভীরতা ও আবেগ।

শায়েরি ইভনিং ছিল এক মধুর যাত্রা– শব্দ থেকে সুরে, অনুভূতি থেকে নীরবতায়। রেনেসাঁ ঢাকা গুলশান ও জিবিসি লবি ক্যাফের পরিবেশ সেদিন রূপ নেয় এক উষ্ণ, সুরেলা আসরে; যেখানে কবিতা, সংস্কৃতি ও শিল্পপ্রেমীরা একসঙ্গে ভাগ করে নেন অনুভবের মুহূর্তগুলো। এই সন্ধ্যার প্রতিটি শায়েরি, প্রতিটি সুর অতিথিদের মনে রেখে যায় এক নীরব অনুরণন; যা শেষ হয়ে গিয়েও দীর্ঘক্ষণ থেকে যায় হৃদয়ে।
- ক্যানভাস অনলাইন
ছবি: রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল-এর সৌজন্যে

