রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের সিগনেচার বাহার রেস্টুরেন্টে মনোমুগ্ধকর ভূমধ্যসাগরীয় থিম নাইটের আয়োজন করেছে। ১৭ থেকে ১৯ জুলাই ২০২৫ পর্যন্ত। তাতে অতিথিরা দক্ষিণ ইউরোপ ও লেভান্ট অঞ্চলের সূর্যস্নাত উপকূলীয় খাদ্য স্বাদের এক অনন্য রসনাভ্রমণে অংশ নিতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তিন দিনব্যাপী এই উৎসবে হোটেলের দক্ষ রন্ধনশিল্পীদের নিপুণভাবে প্রস্তুতকৃত বাহারি ভূমধ্যসাগরীয় খাবারের সমাহার থাকবে। যার মধ্যে সরাসরি গ্রিল করা মাংস ও সি-ফুড, সুগন্ধি হার্বস, মেজে প্ল্যাটার এবং মনকাড়া ডেজার্টের বাহার।

রেস্তোরাঁ বাহারের পরিশীলিত পরিবেশ এবং রেনেসাঁর উষ্ণ আতিথেয়তার মেলবন্ধনে অতিথিরা যেন সরাসরি ভূমধ্যসাগরেই পৌঁছে যাবেন, এমনটাই আশাবাদ সংশ্লিষ্টদের।
এই উৎসবে রয়েছে এক্সক্লুসিভ ‘বাই ১ গেট ২’ (B1G2) অফার, যা অতিথিদের পরিবার ও বন্ধুদের সঙ্গে এই স্বাদের অভিজ্ঞতা উপভোগে উৎসাহিত করবে।
বলে রাখা ভালো, ম্যারিয়ট বনভয়ের অংশ হিসেবে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল শহরের লাইফস্টাইল হসপিটালিটির নতুন মানদণ্ড নির্ধারণ করে চলেছে– উদ্ভাবনী অভিজ্ঞতা, বৈচিত্র্যময় রন্ধনশৈলী এবং বিশ্বমানের সেবার প্রতীক হিসেবে। বুকিং ও বিস্তারিত জানতে ফোনকল করতে পারেন ০১৭০৪১১২৬৪৮ নম্বরে।
- ক্যানভাস অনলাইন
ছবি: রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল-এর সৌজন্যে

