মা দুর্গা মর্তে এসেছেন। বাতাসে পুজোর মৌ মৌ গন্ধ। ধুপ-ধুনো,নাড়ু-বাতসা,শিউলির সুবাসে মাতোয়ারা হচ্ছে মন। শারদীয় উৎসব উপলক্ষ্যে কেনাকাটার পাট শুরু হয়েছে বেশ কিছু দিন আগে। তবুও শেষ মুহূর্তের শপিংকে তুচ্ছ জ্ঞানের সুযোগ নেই। মন্ডপ ঘুরতে ঘুরতে মন চাইতেই পারে নতুন আরও একটি শাড়ি কিনে নেই। সপ্তমী থেকে দশমীতে যে কোন এক দিন গায়ে জড়াতেই পারেন বারো হাত রঙ্গিন শাড়ি। হ্যান্ডলুমে বোনা, টাটকা তাঁত শাড়ি, কিংবা প্রাকৃতিক রঙে রাঙানো শাড়ি থাকতেই পারে তালিকাতে। বাংলাদেশি ব্র্যান্ড ফ্রেন্ডশিপ দা কালার অব চরসের পূজা সঙ্কলনে নিয়ে এসেছে উৎসবের আনন্দে ভরপুর শাড়ি। রং, অলঙ্করণ সবেতেই তা স্পষ্ট।
যে কোন আনন্দ আয়োজনের সাথেই লাল রঙের সন্ধির সংবাদ সবাই জানে। দুর্গা পূজাও এর ব্যতিক্রম নয়। লাল জমিনের শাড়িতে সোনালি কারুকাজের হাতে বোনা শাড়িটি এমন আবহাওয়াতে দিতে পারে স্বস্তি। এই বৃষ্টি আসছে তো পরক্ষনেই লু হাওয়ার ভাপের এই সময়টাতে স্বস্তি পাওয়া যাবে এমন পোশাকে। আবার, রংটাও পূজার সাথে একাত্মতা প্রকাশ করে। আবার, রাতের আয়োজনে মেরুন শাড়িতে সাজতে পারেন কোন সংকোচ ছাড়াই। আর সব শেষে লাল-সাদার গল্প। দুর্গা পূজার সাথে এই দুই রঙের সম্পর্ক বেশ গাঢ়। কাশ ফুলের সাদা আর সিঁদুর রঙা লাল মিলিমিশে দুর্গা পূজাকে আরও উৎসবমুখর করে তুলতে পারে।
সারাহ/অনলাইন