ভিডিও গেমের জনপ্রিয়তা সারা বিশ্বে। জনপ্রিয় অনেক ভিডিও গেম চলে আসে সিনেমার রূপালি পর্দায়। মর্টাল কমব্যাট, সাইলেন্ট হিল, রেসিডেন্ট ইভিল, হিটম্যান, নিড ফর স্পিড-এর মতো আলোচিত সিনেমাগুলো উপহার দিয়েছে হলিউড। ভিডিও গেম ভক্তরা এসব সিনেমা মিস করেননি নিশ্চয়ই।
বাংলাদেশের দর্শকদের মধ্যে এ ধরনের সিনেমার জন্য যারা অপেক্ষায় থাকেন তাদের জন্য সুখবর এনেছে স্টার সিনেপ্লেক্স। ১ সেপ্টেম্বর এই মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছেে ভিডিও গেম নির্ভর ছবি ‘গ্রান তুরিসমো’।
এ ধরনের অন্য সিনেমাগুলোর চেয়ে এটি একটু আলাদা। কারণ এই ছবি নির্মিত হয়েছে সত্য গল্প অবলম্বনে। কলাম্বিয়া পিকচার্স, প্লে স্টেশন প্রোডাকশনস এবং ২.০ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন নিল ব্লুমক্যাম্প। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডেভিড হারবার, অরল্যান্ডো ব্লুম, ড্যারেন বার্নেট, এমেলিয়া হার্টফোর্ড, গেরি হ্যালিওয়েল হর্নার, ডিজিমন হোনসু ও জোশা স্ট্রাডোস্কির পাশাপাশি মার্ডেনবোরো চরিত্রে আর্চি মাডেকওয়ে।
- ফুয়াদ/ ক্যানভাস অনলাইন