প্রতি মাসের শুরু ও শেষের দিকে প্রায় প্রতিটি পাড়া বা মহল্লায় দেখা যায় বাসা বদলাতে। এত সব ভারী মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া মুখের কথা নয়। তার জন্য প্রয়োজন পড়ে পিকআপ ও ট্রাকের। কিন্তু প্রায় সময়েই দেখা যায় পিকআপ অথবা ট্রাক পাওয়া যায় না। পেলেও দরদামে মেলে না বলে অনেক সময় হাতছাড়া হয়ে যায়।
এমন সব সমস্যা মেটানোর জন্যই এবার গুগল প্লে স্টোর থেকে নামানো যাবে ট্রাক লাগবে নামের একটি অ্যাপ। উবার কিংবা পাঠাও সার্ভিসের মতো এই অ্যাপে মালামাল পরিবহনের জন্য ভাড়ায় পাওয়া যাবে ট্রাক। এই অ্যাপের মাধ্যমে ঢাকা শহরের মধ্যে ১ টন পর্যন্ত মালামাল পরিবহনে পিকআপ ভ্যানের ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি দুই কিলোমিটারে ৭৫০ টাকা। গন্তব্য দুই কিলোমিটারের বেশি হলে এরপরে প্রতি কিলোমিটারের ভাড়া হবে ৬০ টাকা।
ট্রাক লাগবে অ্যাপ অ্যান্ড্রয়েড মোবাইলে সুবিধামতো ডাউনলোড করে ট্রাক খুঁজতে পারবেন ব্যবহারকারীরা। মালামালের নিরাপত্তার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ দিচ্ছে ৫০ হাজার টাকা পর্যন্ত নিরাপত্তা সুবিধা। এই অ্যাপের সঙ্গে বর্তমানে যুক্ত আছে ৮ হাজারের বেশি ট্রাক। অ্যাপটি ব্যবহার করে গ্রাহকেরা তাদের পণ্য বা মালামাল বহনকারী ট্রাকের অবস্থান সম্পর্কেও জানতে পারবেন।
যারা এই অ্যাপ নামাতে চান, তারা গুগল প্লে স্টোরে গিয়ে ট্রাক লাগবে লিখে সার্চ দিয়ে অ্যাপটি নামাতে পারেন। আর যারা অনিচ্ছুক তারা এই অ্যাপের ওয়েবসাইটে www.trucklagbe.com এ গিয়েও ট্রাক ভাড়া করতে পারেন।