বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ক্ষেত্রগুলোতে অত্যাধুনিক শিক্ষা প্রদানের জন্য বিশেষভাবে খ্যাতি সম্পন্ন ইনভিক্টা টেকনিক্যাল কলেজ সম্প্রতি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অস্ট্রেলিয়াতে লেখাপড়াবিষয়ক সুযোগ সুবিধা নিয়ে আমারি ঢাকাতে আয়োজন করেছে এক বিশেষ সেমিনার। এই সেমিনার একই সঙ্গে শিক্ষার্থী ও অ্যাজেন্টদের জন্য ছিল উপকারি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সেমিনার একটি ইউনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যার মাধ্যমে ইনভিক্টা টেকনিক্যাল কলেজের প্রতিনিধিরা সরাসরি প্রত্যেক শিক্ষার্থী ও অ্যাজেন্টদের সঙ্গে কমিউনিকেট করে তাদের সব ধরনের তথ্য দিয়ে সাহায্য করেছে। সম্পূর্ণ অ্যাজেন্ট ও শিক্ষার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য একটি আলাদা সেশন এই সেমিনারে আয়োজন করা হয়, যাতে অস্ট্রেলিয়াতে কোয়ালিটি এডুকেশন গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সব দিক থেকে গাইড করতে পারে।
অস্ট্রেলিয়াতে লেখাপড়া করতে ইচ্ছুক সকল উৎসাহী শিক্ষার্থীদের নিয়ে এ দিন আরেকটি সেশন আয়োজিত হয়। এর বিশেষ দিক ছিল ইনভিক্টা টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল ও সিইও আয়েশা হোসেনের উপস্থিতি, যিনি নিজের অভিজ্ঞতা দিয়ে অস্ট্রেলিয়ান ভোকেশনাল স্টাডি ইনফো সেশনটি পরিচালনা করেছেন।
ইনভিক্টা টেকনিক্যাল কলেজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন: www.invicta.edu.au
- ফুয়াদ/ ক্যানভাস অনলাইন