শিগগিরই রাজধানীর মিরপুরের পল্লবীতে, পূরবী সিনেমা হলের উল্টোদিকে, ইসলামী ব্যাংক হাসপাতাল গলিতে চালু হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আদলে একটি সাংস্কৃতিক কেন্দ্র। ঋদ্ধি প্রকাশনের উদ্যোগে এক ভবনে থাকছে পাঠাগার, বুকশপ, পাবলিকেশন্স, বই এর আর্কাইভ, ফুডকোর্ট বা ক্যাফেটেরিয়া, এক্সিবিশন গ্যালারি, ঐতিহ্যের সংগ্রহশালা, সেমিনার স্টেজ, কিডস কর্নার, সেই সঙ্গে সিনেমা দেখার ব্যবস্থা।
প্রখ্যাত কার্টুনিস্ট ও ‘উন্মাদ’ সম্পাদক আহসান হাবীবের জন্মদিনের এক ঘরোয়া আয়োজনে ১৫ নভেম্বর ২০২৩, বুধবার জানা গেল এসব তথ্য। নিঃসন্দেহে এ উদ্যোগ মাঙ্গলিক। বই বিমুখতার বদলে বইমুখী হওয়া। সংস্কৃতির নামে বিরাজমান বহু কিছুর ভেতরে শেকড়ের খোঁজ।
এ কর্মযজ্ঞের কর্ণধার মাহবুবুল হাসান ফয়সাল জানালেন, খুব তাড়াতাড়ি মিরপুরকে ঘিরে তাদের সাংস্কৃতিক সক্রিয়তা শুরু হবে। দেশ-বিদেশের দুর্লভ বইয়ের ক্যাটালগ তৈরি হচ্ছে। পুরো ভবনজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
শিল্প উদ্যোক্তা, পাঠক, সংগ্রাহক ফয়সাল আরও বলেন, ‘সারা জীবন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলাম। সে শিক্ষা থেকেই এবার মিরপুরে আমাদের আগামীর যাত্রা।’
ঘরোয়া আয়োজনের কেন্দ্রীয় মুখ বহু বছর মিরপুর নিবাসী আহসান হাবীব আনন্দ দিলেন কয়েক গুণ বাড়িয়ে। বললেন, ‘এই ভবনের নতুন গ্যালারি আমরা শুরু করব উন্মাদের ৪৮ বছর পূর্তির আয়োজনের কার্টুন প্রদর্শনী দিয়ে।’
- ক্যানভাস অনলাইন